• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

বাংলাদেশ দলে অভিষেক হয়েছে দিপুর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৩, ১০:৪৭ এএম
বাংলাদেশ দলে অভিষেক হয়েছে দিপুর
বাংলাদেশ দলের হয়ে অভিষেক হয়েছে শাহাদাত হোসেন দিপুর। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের ব্যর্থতা ভুলে নতুন শুরু বাংলাদেশ ক্রিকেট দলের। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠের লড়াইয়ে ফিরেছে টাইগাররা। ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয় করছে বাংলাদেশ। এই টেস্টে টাইগার দলের সঙ্গে নেই অনেক অভিজ্ঞ ক্রিকেটাররা। সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ নেই ইনজুরির কারণে। লিটন দাস ছুটি নিয়েছে ব্যক্তিগত কারণে। তামিম ইকবালও পুরোপুরি সেরে না ওঠায় সরিয়ে নিয়েছে নিজের নাম। তাই অনেকটা তারুণ্য নির্ভর দলই ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে মাঠে নেমেছে। 

বাংলাদেশ স্পিনের পাশাপাশি এই ম্যাচে ব্যাটিং লাইনআপটাও শক্তিশালী করার জন্য দলে নিয়েছেন ব্যাটার শাহাদাত হোসেন দিপুকে।  বাংলাদেশের হয়ে টেস্টে ১০২ তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে শাহাদাত হোসেনের।দিপু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার। আজ (মঙ্গলবার) বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটার হিসেবে তার অভিষেক হলো। অথচ বিকেএসপির ট্রায়াল থেকে বাদ পড়ার পর অনেকটা অভিমানে ক্রিকেটই ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি। 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ট্রফি হাতে দিপু (লাল টুপি পড়া)। ফাইল ছবি

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের মিডল অর্ডারের দায়িত্ব সামলেছেন দিপু। এরপর থেকে তার ওপর নজর রাখে বিসিবি। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করার পুরস্কারটা পেলেন তিনি। 

প্রথম শ্রেণির ক্রিকেটে দিপু মাঠে নেমেছে ২২ টি ম্যাচে। ৪০ ইনিংসে ব্যাট করে রান করেছেন প্রায় ১ হাজার ৩৮৩ রান। সর্বোচ্চ ইনিংস ১৫৯ রান। তার ব্যাটিং গড় ৩৬.৩৯। যেখানে শতক দুটি এর অর্ধশতক ১১টি। লিস্ট এ ক্রিকেটে ৩৬ ম্যাচে ৩৫ ইনিংসে ১ হাজার ১৫০ রান করেছেন তিনি। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ১৩১ রান। শতক ও অর্ধশতক সমান ৩টি করে। এভারেজ ৩৭.০৯।

দিপুর ব্যাটিং টেকনিকে মুগ্ধ লোকাল কোচরা। মুগ্ধ হয়েছেন টাইগার ক্রিকেটার লিটন দাসও। তাই তো গতবছর বিসিএলে সেঞ্চুরি করা দিপুকে নিজের ব্যাট উপহার দিয়েছিলেন লিটন।  শাহাদাত হোসেন দিপুর গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ার হাবিলা সদ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামে। মাত্র ১০ বছর বয়সে বাবাকে হারানো দিপুর ক্রিকেট খেলার অনুপ্রেরণার নাম তার মা ও বড় ভাই। এছাড়া তার ক্রিকেট খেলা দেখে মুগ্ধ হয়ে  এলাকার বড় ভাইদের নানা সহায়তা পান তিনি। সবার সম্মিলিত চেষ্টায় একটু একটু করে এগিয়ে আজকের বিশ্বজয়ী শাহদাত হোসেন দিপু।

Link copied!