• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

প্রতারণার ঘটনায় হবু ভায়রাকে ক্লার্কের ঘুষি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩, ০২:০৫ পিএম
প্রতারণার ঘটনায় হবু ভায়রাকে ক্লার্কের ঘুষি

সাবেক ক্রিকেট তারকা মাইকেল ক্লার্কের বিরুদ্ধে তার বর্তমান প্রেমিকা জেড ইয়ারব্রো অভিযোগ এনেছেন, সাবেক প্রেমিকা পিপ এডওয়ার্ডসের সঙ্গে এখনো যোগাযোগ রেখেছেন ক্লার্ক। এই ঘটনা শেষ পর্যন্ত হাতাহাতির পর্যায়ে পৌঁছে গেছে।

ক্লার্কের একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, ক্লার্ককে ঘিরে থাকা একটি দল তাকে শান্ত করার চেষ্টা করছে। তার আগে ক্ষিপ্ত জেড ক্রিকেটারকে উদ্দেশ্য করে চিৎকার করে এবং একটি পার্কে তাকে চড় মারে।

ইয়ারব্রো চিৎকার করে ক্লার্ককে কুকুর বলে সম্বোধন করে গালাগালি করে।

তবে ক্লার্ককে জোরালোভাবে অভিযোগ অস্বীকার করতে শোনা যায়। জেডকে উদ্দেশ্য করে তাকে বলতে শোনা যায়, "তুমি ভুল, তুমি ভুল।"

তাদের ঝগড়ার মাত্রা এতই বেশি ছিল, পাশে থাকা একজনকে চিৎকার করতে শোনা যায়, "ওখানে বাচ্চারা আছে। অন্যত্র সরে যান।"

এসময় জেডের বোনের প্রেমিক কার্ল  স্টেফানোভিচ এসেছিলেন ক্লার্ককে থামাতে। থামানোর চেষ্টা করলে তার সঙ্গেও বিবাদ লাগে ক্লার্কের। এসময় তিনি স্টেফানোভিচকে ঘুষি মেরে বসেন।

২০২১ সালের শেষদিকে এডওয়ার্ডসের সঙ্গে ছাড়াছাড়ি হয় ক্লার্কের। তারপর থেকে তিনি ডেট করছেন জেডের সঙ্গে। এই সম্পর্কও শেষ হতে চলেছে ঝামেলায়। তবে ক্লার্ক তার দোষ স্বীকার করেছেন এবং জেডকে পেতে তিনি সবরকম চেষ্টা করছেন বলে তার ঘনিষ্ট সূত্র জানিয়েছে।

Link copied!