• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিশ্বকাপে দল নির্বাচন করা কঠিন হয়ে যাবে : হাথুরুসিংহে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩, ১০:৩১ এএম
বিশ্বকাপে দল নির্বাচন করা কঠিন হয়ে যাবে : হাথুরুসিংহে
টাইগার কোচ চান্ডিকা হাথুরুসিংহে। ছবি : সংগৃহীত

এশিয়া কাপে শেষটা ভালোই হয়েছে বাংলাদেশের। সুপার ফোরে প্রথম দুই ম্যাচ হেরে বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল টাইগারদের। ভারতের বিপক্ষে শেষ ম্যাচটা ছিল নিয়ম রক্ষার। বিশ্বকাপে যাওয়ার আগে ভারতের বিপক্ষে জয়কে বড় স্বস্তির বলেছেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এস টাইগার কোচ হাথুরুসিংহে বলেন, “বিশ্বকাপে যাওয়ার আগে এটা আমাদের জন্য অনেক বড় স্বস্তির জয়। এখন আমরা আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যেতে পারব।”

এ সময় টাইগার কোচ আরও বলেন, “অবশ্যই এই জয় আমাদের জন্য তৃপ্তির। এই জয়ে কমবেশি সব খেলোয়াড়ের অবদান আছে। এশিয়া কাপে আমাদের ব্যক্তিগত পারফরম্যান্স থাকলেও তেমন দলীয় পারফরম্যান্স ছিল না। এই ম্যাচে সেটা দেখা গেছে, এটা অনেক স্বস্তির।”

বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে এমন জয়টা মধুর সমস্যায় ফেলে দিয়েছে হাথুরুসিংকে। দল নির্বাচনে বড় সমস্যায় পড়তে হবে টাইগার কোচের। হাথুরু বলেন, “আমরা আমাদের খেলোয়াড়দের গভীরতা দেখতে চেয়েছি। এই ম্যাচে আমরা তিনজনকে সুযোগ দিয়েছিলাম, তারা যেন নিজেদের সামর্থ্যটা দেখাতে পারে। বিশ্বকাপের জন্য এখন ১৫ সদস্য বেছে নেওয়া একটু কঠিনই হয়ে গেল।”

হাথুরু আরো বলেন, “ভারত আজকের আগপর্যন্ত ছিল অপরাজিত। কাজেই ওদের হারানোর জন্য ছেলেদের অনুপ্রাণিত করারও প্রয়োজন ছিল না।”

Link copied!