• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

ব্যর্থতার কারণ খুঁজে পাচ্ছেন না মুমিনুল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৪, ০৮:১১ পিএম
ব্যর্থতার কারণ খুঁজে পাচ্ছেন না মুমিনুল
মুমিনুল হক। ছবি : সংগৃহীত

চব্বিশ বছর আগে টেস্ট স্ট্যাটাস পাওয়া বাংলাদেশের কি সামান্যতম উন্নতি ঘটেনি? একের পর এক ব্যর্থতার কারণে সেটাই এখন সকলের কাছে বড় প্রশ্ন হয়ে উঠেছে। বিশেষ করে ব্যাটিং ব্যর্থতা মেনে নেওয়ার মতো নয়। 

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৬৮ রান করেছে বাংলাদেশ। এটাই সিরিজে টাইগারদের সেরা স্কোর। তবুও তাদের সামনে অপেক্ষায় বড় হার। এ ম্যাচের প্রথম ইনিংসে স্রেফ ১৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। দলটির এমন ব্যর্থতার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক।

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনশেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই সিরিজ ধরেন আমরা ব্যাটিং ওয়াইজ পুরো কলাপ্স করছি। এটার কোনো অজুহাত নেই যে আমরা কোনো ইয়ে (অজুহাত) দিতে পারবো না। আসলে আমরা ব্যাটিংয়ে খুব বাজে ব্যাটিং করছি অ্যাজ এ টিম ওয়াইজ।’

তিনি আরও বলেন, ‘যতটুক আমাদের সামর্থ্য অনুযায়ী করা দরকার ততটুকু করতে পারিনি। নিউজিল্যান্ড সিরিজে প্রথম টেস্টে আমরা ভালো করতে পেরেছি বা জয় পেয়ে দেখিয়েছি। আমার মনে হয়, ওই হিসেবে চিন্তা করলে পুরো সিরিজে যেখানে যেখানে ক্লিক করা দরকার, কোনভাবে আমরা সেটা করতে পারিনি।’

সিলেটে প্রথম টেস্টে ৮৭ রান করেছিলেন মুমিনুল। এ ম্যাচেও প্রথম ইনিংসে ৮৪ বলে ৩৩ রান করেন মুমিনুল। দ্বিতীয় ইনিংসে ৫০ রান করেছেন ৫৬ বলে। 

তবে চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসে মুমিনুল একটু আক্রমণাত্মক খেলেছেন।   এ নিয়ে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় না যে আক্রমণাত্মক .. কেননা সেকেন্ড ইনিংসে উইকেটটা ভালো ছিল। আর আমি চেয়েছিলাম যে, শুধু আক্রমণাত্মক না স্বাভাবিক ক্রিকেটটাই খেলার। যদি শুধু ‘ব্লক ব্লক’ খেলি,  তাহলে বোলারদের জন্য একটা জায়গা স্পেস তৈরি হয়ে যায়।’

 

Link copied!