• ঢাকা
  • সোমবার, ১৩ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ৪ জ্বিলকদ ১৪৪৫
ব্যালন ডি‍‍`অর

তবে কি আজকের রাত বেনজেমার!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২২, ০৫:২২ পিএম
তবে কি আজকের রাত বেনজেমার!

অপেক্ষার পালা তবে কি শেষ হচ্ছে রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার! কিসের অপেক্ষা? ব্যালন ডি’অর জয়ের অধরা স্বপ্ন পূরণের অপেক্ষা! আর কেন শেষ হচ্ছে? কারণ, সোমবার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় এবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের নাম ঘোষণা করা হবে।

২০২১-২২ মৌসুমে ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে মনোনোয়ন পাওয়া বাকিদের তুলনায় যোজন যোজন এগিয়ে আছেন বেনজেমা। অনেকেই বলছেন, বেনজেমা বাদে বাকিরা যাবেন শুধু  অনুষ্ঠানের অংশ হতে। আর বেনজেমা যাবেন ব্যালন ডি’অর গ্রহণ করতে।

কেনইবা সবাই বেনজেমার নাম করবে না! ২০২১-২২ মৌসুম যে অবিশ্বাস্যভাবে পারফর্ম করেছেন রিয়াল অধিনায়ক, তাতে তো ব্যালন ডি’অর লড়াইয়ে চোখ বুঝে তাকেই বেঁছে নেওয়ার কথা।

স্প্যানিশ লিগ লা লিগায় রিয়াল অধিনায়কের পা থেকে এসেছে ২৭ গোল। চ্যাম্পিয়নস লিগে গোল করেছেন ১৫টি। দুই আসরেই শিরোপা জিতেছে বেনজেমার দল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। অর্থাৎ ব্যক্তিগত এবং দলীয় দুই দিক থেকেই স্বপ্নের মৌসুম কাটিয়েছেন তিনি। 

রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই’র আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি ক্যারিয়ারের প্রথমবারের মতো এবারই ব্যালন ডি’অর জয়ের দৌড়ে সেরা ত্রিশে জায়গা পাননি। পাঁচবারের জয়ী পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ত্রিশে থাকলেও জয়ের সম্ভাবনা শূন্য প্রায়।

১৯৭৬ সাল থেকে ব্যালন ডি’অর দেওয়া শুরু হয়। ফ্রান্সের প্যারিস থেকে ব্যালন ডি’অরের অনুষ্ঠান সরাসরি দেখা সনি টেন দুইয়ের পর্দায়। এছাড়া সনি লিভ অ্যাপে অনলাইনেও সরাসরি দেখা যাবে এটা। 

Link copied!