• ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৬
কাতার বিশ্বকাপ

ক্রোয়েশিয়ার বিপক্ষে কখনো হারেনি ব্রাজিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ০৪:২৯ পিএম
ক্রোয়েশিয়ার বিপক্ষে কখনো হারেনি ব্রাজিল
ছবিঃ গেটি ইমেজস

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিলেকে পার করতে হবে ক্রোয়েশিয়া বাধা। তবে মাঠে নামার আগে পরিসংখ্যান পক্ষে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এখন পর্যন্ত ক্রোয়েশিয়ার বিপক্ষে কখনও হারের তেতো স্বাদ পায়নি ব্রাজিল।

ক্রোয়েশিয়ার বিপক্ষে খুব বেশি ম্যাচ খেলেনি ব্রাজিল। মাত্র চারবারই দেখা হয়েছে দুই দলের। যেখানে তিনবারই জয় নিয়ে মাঠ ছেড়েছে নেইমার-ভিনিশিয়াসরা। বাকি এক ম্যাচ শেষ হয়েছে অমিমাংসিত হিসেবে।

বিশ্বকাপে এখন পর্যন্ত দুইবার মুখোমিখি হয়েছে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। ২০০৬ সালে বিশ্বমঞ্চের প্রথম দেখায় ক্রোয়েশিয়াকে ১-০ গোলের ব্যবধানে হারয়েছিল ব্রাজিল। আর সর্বশেষ ২০১৪ বিশ্বকাপে ক্রোয়াটদের বিপক্ষে ব্রাজিলের জয় এসেছে ৩-১ গোলের ব্যবধানে।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে ব্রাজিল। গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলো নিশ্চিত করেছল তারা। যদিও শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে হারলেও শেষ শোলোর ম্যাচে বড় জয় পেয়েছে তারা।

চোট থেকে নেইমার ফেরায় দলের চেহারাই পাল্টে গিয়েছে। শেষ ষোলোর ম্যাচে ভয়ঙ্কর সুন্দর ফুটবল খেলে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে শেষ আটে উঠেছে ব্রাজিল।

শুক্রবার (৯ ডিসেম্বর) ক্রোয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামবে ব্রাজিল।

Link copied!