ব্রাজিলের সাবেক তারকা মিরান্ডা বুধবার ৩৮ বছর বয়সে ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মিরান্ডা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিওতে অবসরের ঘোষণা দিয়েছেন।
ভিডিওবার্তায় তিনি বলেন, "বিদায় বলার মুহূর্ত এসেছে। আমি একজন উৎসাহী ফুটবল ভক্ত হয়ে থাকব, তবে অন্যভাবে। যারা পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ, ফুটবল।"
সেন্টার-ব্যাক ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে ৫৮বার তার দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তিনটি গোল করেছেন। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ছিটকে যাওয়ার আগে ব্রাজিলের পাঁচটি ম্যাচের সবকয়টি ম্যাচে খেলেছিলেন। তিনি ২০১৯ সালের কোপা আমেরিকা এবং ফিফা কনফেডারেশন কাপ বিজয়ী স্কোয়াডের অংশও ছিলেন ।
মিরান্ডা ব্রাজিলিয়ান সিরি এ তে তার খেলোয়াড়ি জীবন শুরু করেন। তিনি ২০১৩/১৪ মৌসুমে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে স্পেনে লিগ শিরোপা জিতেছিলেন। তার দলও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছেছিল। ১৮ বছরের ক্যারিয়ারে তিনি ফ্রান্সে সোচাক্সের হয়ে এবং ইতালিতে ইন্টার মিলানের হয়ে খেলেছেন।