• ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৬

সাকিবের ব্যাটিংয়ে ভালো সংগ্রহের পথে বরিশাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ০২:৩১ পিএম
সাকিবের ব্যাটিংয়ে ভালো সংগ্রহের পথে বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম ম্যাচে চট্টগ্রামে মাঠে নেমেছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।

ইনিংসের শুরুতে ওপেনিংয়ে নামেন মেহেদি হাসান মিরাজ ও এনামুল হক বিজয়। তবে এই জুটি বিচ্ছিন্ন হয় দলীয় ২৬ রানে। মিরাজ ব্যক্তিগত ৬ রানে আউট হন। দ্বিতীয় উইকেট জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় ৫০ রানে ভাঙে দ্বিতীয় জুটিও। চতুরঙ্গা ডি সিলভা প্যাভিলিয়নে ফেরত যান ২১ রানে।

দলের ৭২ রানে বিজয় উইকেট বিলিয়ে দেন খুশদীল শাহের কাছে। তিনি ফেরত যান ২০ রানে। অধিনায়ক সাকিব আল হাসান ও ইব্রাহিম জাদরান ক্রিজে আছেন। সাকিব ৪২* রানে  অপরাজিত ও ইব্রাহিম ২৩* রানে ব্যাট করছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১১৭ রান নিয়ে ব্যাট করছে বরিশাল।

Link copied!