• ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৬

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালের সামনে বার্সা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩, ১২:৫৪ পিএম
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালের সামনে বার্সা

কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল বেটিস। নির্ধারিত সময়ে ১-১ ও অতিরিক্ত সময় ২-২ সমতায় শেষ হয় ম্যাচটি। টাইব্রেকারে টার স্টেগানের নৈপুণ্যে ৪-২ গোলে জিতে ফাইনালের মঞ্চে পৌঁছায় বার্সেলোনা।

ম্যাচের প্রথমার্ধেই রবার্ট লেভানদোভস্কির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ম্যাচের ৪০ মিনিটে গোল করেন এই পোলিশ তারকা। প্রথমার্ধে এই একমাত্র গোলে লিড নিয়ে বিরতিতে যায় বার্সেলোনা।

ম্যাচের ৭৭ মিনিটে গোল পরিশোধ করে বেটিস। অসাধারণ এক গোল করে দলকে সমতায় ফেরান নাবিল ফেকির।

ম্যাচে ১-১ গোলে সমতায় থাকার ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এবার শুরুতেই গোল করে বার্সাকে এগিয়ে দেন আনসু ফাতি। ম্যাচের ৯৩ মিনিটে তিনি গোল আদায় করেন। কিন্তু লিড ধরে রাখতে পারেনি বার্সা। ম্যাচের ১০১ মিনিটে রিয়াল বেটিসকে আবারও সমতায় ফেরান লোরেনজো মোরেনো।

২-২ গোলে সমতা থাকার কারণে খেলা গড়ায় টাইব্রেকারে। প্রথম শটে সফল হন রিয়াল বেটিসের উইলিয়ান হোসে। তিনি বার্সার জালে বল জড়ান । বার্সার হয়ে প্রথম শট নিয়ে গোল করেন লেভানদোভস্কি।

রিয়াল বেটিসের হয়ে দ্বিতীয় শট নিয়ে গোল করেন লোরেনজো মোরেনো। বার্সার হয়ে দ্বিতীয় শট নিয়ে সফল হন ফ্রাঙ্ক কেসি। রিয়াল বেটিসের হয়ে জুয়ানমি তৃতীয় শট নিলে ঠেকিয়ে দেন স্টেগান। বার্সার হয়ে তৃতীয় সফল শট নেন আনসু ফাতি।

রিয়াল বেটিসের উইলিয়ান কার্ভালহোর চতুর্থ শট ঠেকিয়ে দেন স্টেগান। পেদ্রি বার্সার হয়ে চতুর্থ শট নেন। এই বলটি জালে জড়ালে ৪-২ ব্যবধানে ফাইনাল নিশ্চিত হয় বার্সেলোনার।

আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। প্রথম সেমিফাইনালে ভ্যালেন্সিয়ার বিপক্ষেও টাইব্রেকারে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। 

Link copied!