• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২, ২১ মুহররম ১৪৪৬

শ্বাসরুদ্ধকর ম্যাচে সোসিয়েদাদকে হারিয়ে সেমিফাইনালে বার্সেলোনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩, ১১:১২ এএম
শ্বাসরুদ্ধকর ম্যাচে সোসিয়েদাদকে হারিয়ে সেমিফাইনালে বার্সেলোনা

ন্যু ক্যাম্পে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে কোপা দেল রে‍‍`র ম্যাচে মাঠে নেমেছিল বার্সেলোনা। প্রথমার্ধেই ১০ জনে নেমে আসা সোসিয়েদাদের বিপক্ষে জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছে স্প্যানিশ ক্লাবটিকে। অবশেষে উসমান দেম্বেলের একমাত্র গোলে প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে কাতালানরা।

টানা ১২ ম্যাচ অপরাজিত জাভি হার্নান্দেজের শিষ্যরা ম্যাচের ২৯ মিনিটেই খেই হারাতে যাচ্ছিল। তবে সৌভাগ্যই বলা যায় বার্সেলোনার। তরুণ জাপানি স্ট্রাইকার টাকে কুবোর নেয়া শট বারে লেগে ফিরে আসে.

আক্রমণে বেশ এগিয়েই ছিল সোসিয়েদাদ। তবে ম্যাচের ৪০ মিনিটে দলটির অন্যতম সেরা স্ট্রাইকার ব্রাইজ মেন্ডেজ বাজেভাবে সার্জিও বুসকেটসকে আক্রমণ করে বসেন। তার ট্যাকেল এতটাই বাজে ছিল, রেফারি সরাসরি লাল কার্ড দেখান। তিনি মাঠ ছাড়ার পরই বেশ দুর্বল হয়ে পড়ে দলটি।

এই সুযোগ কাজে লাগান দেম্বেলে। ম্যাচের ৫২ মিনিটে দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে গোল আদায় করে নেন তিনি। জাতীয় দলে সতীর্থ জুলেস কৌন্দে ডেম্বেলেকে লম্বা এক পাস দেন। ডান পাশ ধরে বল নিয়ে এসে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন এই ফরাসি।

গোল হজম করে বেশ মরিয়া হয়ে ওঠে সোসিয়েদাদ। ম্যাচের একেবারে শেষ সময়ে টানা তিন আক্রমণ প্রতিহত করে বার্সার গোলরক্ষক টার স্টেগান। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই সেমির মঞ্চে পা রাখে বার্সেলোনা। এই ম্যাচে হারের ফলে টানা ৯ ম্যাচ পর পরাজয়ের মুখ দেখল সোসিয়েদাদ।

Link copied!