প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দেখিয়েছিলো বাংলাদেশ অনুর্ধ-১৯ নারী দল। এবার শ্রীলঙ্কাকে হারিয়ে টানা দুই জয়ে চলতি অনুর্ধ-১৯ নারী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো দিশা-প্রত্যাশারা। লঙ্কান মেয়েদের বিপক্ষে বাংলাদেশের জয় এসেছে ৯ রানের ব্যবধানে।
এই ম্যাচে টস জিতে লঙ্কান মেয়েরা বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। লাল-সবুজের মেয়েরা লঙ্কান নারীদের ওপর দাপট দেখিয়ে ব্যাট করে। বাংলাদেশের ওপেনিং জুটি ৭৫ রানে গিয়ে থামে। দুই ওপেনার আফিয়া প্রত্যাশা ওপ মিষ্টি সাহা দুজন লঙ্কান বোলারদের ওপর দাপট দেখান।
আফিয়া ফিফটি রান তুলে নেন। দলীয় ৭৫ রানে ব্যক্তিগত ৫৩ রানে আউট হন এই ওপেনার। এর পর মাত্র ৪ রান যোগ হতেই দ্বিতীয় উইকেটত্র পতন ঘটে বাংলাদেশের। মিষ্টি আউট হন ১৪ রানে।
পরের দুই ব্যাটার দিলারা আক্তার ও স্বর্ণা আক্তার দুজন মিলে বাকি পথটা পাড়ি দেন উইকেটের পতন না ঘটিয়েই। স্বর্ণা ফিফটি রান তুলে নেন, দিলারার ব্যাট থেকে আসে অপরাজিত ৩৬*। দুজন অপরাজিত থেকে ১৬৫ রানে ইনিংস শেষ করেন।
জবাবে ব্যাট করতে নামেন নেতমি সেনারত্না ও সুমুদু নিশানশালা। তবে তাদের ওপেনিং জুটি স্থায়ী হয়নি। দলীয় মাত্র ৪ রানে নেতমি শূন্য রানে আউট হন। লঙ্কান দ্বিতীয় উইকেটের পতন ঘটে ২৪ রানে। তবে এরপরই জুটি বাধেন অধিনায়ক ভিসমি গুনারত্নে ও দেওমি ভিহাঙ্গা। দুজন ২৪ থেকে রান নিয়ে যায় ১২০ রানে। এই দুই ব্যাটারের ব্যাট থেকেই আসে ফিফটি।
দেওমি মারুফা আক্তারের বলে এলবিডব্লিউ`র ফাঁদে পড়ে ৪৪ বলে ৫৫ রানে আউট হন। তবে ভিসমি একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন। তার ব্যাটিংয়ে এক পর্যায়ে লঙ্কান শিবির জয়েরও আশা দেখে। কিন্তু অধিনায়ক নেতৃত্ব দিয়েও হার এড়াতে পারেননি। তার ৫৪ বলে অনবদ্য ৬০* রানে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রানে থামে লঙ্কানরা।
বাংলাদেশ জয় পায় ৯ রানে। গ্রুপে বাংলাদেশ দুই ম্যাচ খেলেছে। দুই ম্যাচেই টানা জয় তুলে নিয়েছে, এর আগে বাংলাদেশের কাছে বধ হয় অস্ট্রেলিয়া।