• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১১, ২০২৩, ০৪:২৪ পিএম
পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের

রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। টানা দুই হারের পর তৃতীয় ম্যাচে দাপটের সাথে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

ম্যাচে টস জিতে বাংলাদেশ সফরকারীদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। শুরুটা বাজে হয় পাকিস্তানের। মাত্র ৫ রানেই ওপেনার শাহজাইব খানকে হারায় তারা। একই রানে আজান ওয়াইসও ফেরত যান। মোহাম্মদ টৈয়ব আরিফ ও শ্যামল হোসেন কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়। 

তবে সাদ বাইগ ৩৫ রান করে দলকে কিছুটা চাপমুক্ত করার চেষ্টা করেন। তবে পাকিস্তানের কোনো জুটিকেই শক্ত ভীত গড়তে দেয়নি বাংলাদেশি বোলাররা। 

বাকি ব্যাটারদের মধ্যে আরাফাত মিনহাজের ২৮ ও আলি আসফান্দের ২৭ রানে ভর করে সবকয়টি উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে পাকিস্তান।

জবাবে বাংলাদেশের ওপেনিং জুটিতে আদিল বিন সিদ্দিক ও মাজাহারুল ইসলাম জুটি ৫৯ রান তোলেন। আদিল ৩৬ রানে আউট হলে ভাঙে এই জুটি। তবে একই রানে আরেক ওপেনার মাজাহারুলও ২১ রানে বিদায় হন। এরপর জিসান আলম ও আরিফুল ইসলাম হাল ধরেন। এই জুটি ভাঙে ৯১ রানে। 

তবে জয় পেতে বাংলাদেশকে তেমন বেগ পেতে হয়নি। জিসানের ২৪, শিহাব জেমসের ২৭ ও আরিফুল ইসলামের ১২ রানে ভর করে ৬ উইকেটে জয় পায় বাংলাদেশ।
 

Link copied!