• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

জয় দিয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ মিশন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১২, ২০২৩, ০৮:০৮ পিএম
জয় দিয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ মিশন

নারী ইমার্জিং এশিয়া কাপে জয় দিয়ে শুরু করল বাংলাদেশ। মালয়েশিয়াকে বিশাল ব্যবধানে হারিয়েছে বাঘিনীরা।

সোমবার (১২ জুন) হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে মালয়েশিয়াকে ৯৭ রানে হারিয়েছে বাংলাদেশ দল।

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ৩৬ রানেই তিন উইকেট হারিয়ে বসে লাল-সবুজ জার্সীধারীরা। এরপর ৯১ রানে ছয় উইকেট হারায় বাংলাদেশ দল। তবে মুর্শিদা খাতুন ও স্বর্ণা আক্তারের ব্যাটে ভর করে ছয় উইকেটে ১৪৮ রানের লড়াকু সংগ্রহ পায় দলটি। মুর্শিদা খাতুন ৪৪ বলে সাতটি চারের সাহায্যে অপরাজিত ৫৭ রান করেন। এছাড়া স্বর্ণা খাতুন ১৪ বলে ২০ রান করেন।

১৪৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ১২ ওভারে পাঁচটি উইকেট হারায় মালয়েশিয়া। দলীয় রান তখন ২৯। ৮ উইকেটে ৫১ রান করে ইনিংস থামে দলটির।

বাংলাদেশি বোলারের মধ্যে রাবেয়া খান ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে দুইটি উইকেট নেন। এছাড়া মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, নাহিদা আক্তার ও সুলতানা খাতুন একটি করে উইকেট নেন।

বুধবার (১৪ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে একই ভেন্যুতে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে লাল-সবুজ জার্সীধারীরা।

Link copied!