• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

টফিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখবে বাংলাদেশিরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৪, ০৬:২৪ পিএম
টফিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখবে বাংলাদেশিরা
মঙ্গলবার রাজধানীর এক হোটেলে টফিতে বিশ্বকাপ প্রদর্শন করার ঘোষণা দেয় বাংলালিংক কোম্পানীর কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

বাংলালিংক তার ওটিটি প্ল্যাটফর্ম টফির মাধ্যমে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সহ আগামী দুই বছরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ছয়টি বড় ইভেন্ট সরাসরি সম্প্রচার করার ব্যবস্থা গ্রহণ করেছে।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক আসের উপস্থিতিতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। টেলিকম কোম্পানিটি চলতি বছরের পুরুষ ও নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি, অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ২০২৫ সালের নারী বিশ্বকাপের খেলাগুলো বাংলাদেশের দর্শকদের দেখানোর সিদ্ধান্ত নিয়েছে।  

বাংলালিংকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা উপাঙ্গ দত্ত বলেন, ‘আজ আমি দেশের ক্রীড়াপ্রেমীদের জন্য একটি বড় এবং সুন্দর খবর শেয়ার করতে পেরে সত্যিই আনন্দিত।’

টফির মাধ্যমে বাংলাদেশে দর্শকরা ২০২২ সালের কাতার বিশ্বকাপ কাতার, ২০২৩ সালের এশিয়া কাপ ক্রিকেট  এবং আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সরাসরি উপভোগ করেছে।  

 

 

 

Link copied!