• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

জুলাইয়ের শেষে বাংলাদেশ দলের ক্যাম্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৩, ০৮:৩০ পিএম
জুলাইয়ের শেষে বাংলাদেশ দলের ক্যাম্প
ফাইল ছবি

মাত্রই শেষ হলো আফগানিস্তান সিরিজ। এখন টাইগারদের সামনে আর কোনো আর্ন্তজাতিক সিরিজ নেই। আগস্টের শেষে এশিয়া কাপ এবং তার পরই বিশ্বকাপ। তাই আপাতত কোনো সিরিজ না থাকায় বিশ্রামে খেলোয়াড়রা। তবে জুলাইয়ের শেষ দিকে আবারও অনুশলীনে ফিরবে সাকিব-লিটনরা। তবে ক্যাম্পে তামিম থাকবে না, তা বলতে পারেননি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

ক্যাম্প শুরুর আগেই প্রাথমিক একটি স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সে জায়গায় তামিম ইকবালকে পাওয়া নিয়ে রয়েছে সন্দেহ। আফগানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বাঁ হাতি এই ব্যাটসম্যান। এরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সিদ্ধান্ত প্রত্যাহার করেন। 

এই মুহূর্তে চিকিৎসার জন্য ইংল্যান্ডে আছেন তামিম। ফিট হলে এশিয়া কাপের আগেই দলে ফিরবেন বলে তিনি জানান। তবে অধিনায়ক হিসেবে ফিরবেন কি না তা এখনো নিশ্চিত নয়।

ক্যাম্পে তামিমকে পাওয়া যাবে কি না এই প্রশ্নের জবাবে নান্নু বলেছেন, ‘এটাতো মেডিক্যাল টিম আমাদের জানাবে। এই মুহূর্তে আমাদের জন্য বলা কঠিন। মেডিক্যাল টিম যখন আমাদের আপডেট দেবে, তখনই আমরা বলতে পারবো।’

এশিয়া কাপ শুরুর আগেই বিশ্বকাপ স্কোয়াড তৈরি করে ফেলবে বিসিবি। আর সেই দলটাই যাবে এশিয়া কাপ খেলতে। এই দুই ইভেন্টকে সামনে রেখে দল গঠনে কোনো চাপ অনুভব হচ্ছে কিনা প্রধান নির্বাচকের এমন প্রশ্নের উত্তরে নান্নু বলেন, ‘চাপ তো কাজ করে। শুধু বিশ্বকাপ বলেই না, প্রতিটি সিরিজেই চাপ থাকে। কারণ ভালো খেলাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যেরকম এগিয়েছি অন্য দলও এগিয়েছে। সেসব দিক মাথায় রেখেই দলটাকে প্রস্তুত করতে হয়। এখন ব্যাক টু ব্যাক অনেক খেলা হচ্ছে। খেলোয়াড়দের ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ। তো এই জায়গাটা নিয়েও মাথায় কাজ করতে হচ্ছে। আগামী ২৯ তারিখে ফিটনেস ক্যাম্প শুরু হবে, আশা করি ওখানে ক্রিকেটাররা পুরো তৈরি হয়ে যেতে পারবে।’

শেষ বেশ কয়েকটা সিরিজে দারুণ খেলছে তরুণরা। তাদের পারফরমেন্সে দারুণ উচ্ছ্বসিত প্রধান নির্বাচক। তিনি বলেন, ‘অবশ্যই তরুণ খেলোয়াড়দের ভালো করে দলকে জেতানো যথেষ্ট ভালো দিক। আশা করছি, এরা ধারাবাহিকভাবে এই প্রক্রিয়ায় থাকবে। আশা করছি আগামী দুই-তিন বছরের মধ্যে সব ফরম্যাটেই ভালো করবো।’

দারুণ খেলছেন তরুণ ক্রিকেটার তাওহীদ হৃদয়। নান্নুর কন্ঠে ছিলো এই ব্যাটারের জন্য প্রশংসা। এই ব্যাটারকে নিয়ে নান্নুর ভাষ্য ‘ওকেতো অনূর্ধ্ব-১৯ দল থেকেই এইচপিতে নিয়ে নার্সিং করা হচ্ছিল। এইচপিতে নার্সিংয়ের পর ‍‍`এ‍‍` দলে ভালো খেলেছে, জাতীয় দলে ভালো খেলছে। এটা অবশ্যই ভালো দিক। এইচপির বেশিরভাগ খেলোয়াড়ই এখন জাতীয় দলের প্রতিনিধিত্ব করছে। এ জায়গার নার্সিংটা আমাদের যথেষ্ট কাজে আসছে।’

এদিকে দলে থাকবে কি রিয়াদ? এই প্রশ্নের জবাবে নান্নু বলেন, ‍‍`এটা এখনই আমি বলতে পারব না। আমরা ২২ তারিখের মধ্যে ফাইনাল স্কোয়াডটা করব, তারপরে আপডেট দিতে পারব।‍‍` 

Link copied!