• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬
অনুর্ধ-১৯ নারী বিশ্বকাপ

সুপার সিক্সে হার দিয়ে শুরু বাংলাদেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩, ১০:১৩ পিএম
সুপার সিক্সে হার দিয়ে শুরু বাংলাদেশের
ছবি: সংগ্রহীত

ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ না পেলেও লড়াই করেছেন বোলাররা। তবে শেষ পর্যন্ত সেই লড়াই যথেষ্ট ছিল না। দ্রুত দক্ষিণ আফ্রিকার চার উইকেট তুলে নিলেও ১০৬ রান ডিফেন্ড করতে পারেনি বাঘিনীরা। প্রোটিয়া নারীদের বিপক্ষে পাঁচ উইকেটের ব্যবধানে হেরে সুপার সিক্স পর্ব শুরু করলো দিশা-স্বর্ণারা।

শনিবার (২১ জানুয়ারি) পচেফস্ট্রুমে ‘এ’ গ্রুপের ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে আফিফা প্রত্যাশা ও মিষ্টি সাহার উদ্বোধনী জুটিতে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় ২৬ রান।

পাঁচ ব্যাটারই দুই অঙ্কের ইনিংস স্পর্শ করলেও ইনিংস বড় করতে পারেননি কেউ। ইনিংস সর্বোচ্চ ২৪ রান করেন সুমাইয়া আক্তার। এছাড়া দিলারা ২০ বলে ১৭ ও প্রত্যাশা ফেরেন ৩৩ বলে ২১ রান করে।

স্বল্প নিয়ে পুঁজি নিয়ে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। আট ওভারের মধ্যে ৩৩ রানের মধ্য চার উইকেট তুলে ম্যাচ জমিয়ে ফেলেছিল বাঘিনীরা। এর মধ্যে এক ওভারেই দুটিসহ তিনটি উইকেট নিয়েছেন রাবেয়া খান।

তবে এরপর ম্যাডিসন ল্যান্ডসম্যান ও কারাবোও মেসোর জুটিতে ম্যাচ নিয়ন্ত্রনে নেয় দক্ষিণ আফ্রিকা। দলীয় ১০৩ রানে ল্যান্ডসমান ফিরলে ৬২ রানের জুটি ভাঙে তাদের। ফেরার আগে ৩৭ বলে ৩৮ রানের ইনিংস খেলেন ল্যান্ডসম্যান।

এরপর সিয়োকে নিয়ে বাকি পথ পাড়ি দেন মেসো। শেষ পর্যন্ত ৩০ বলে ৩২ রানে অপরাজিত থাকেন এই প্রোটিয়া ব্যাটার। তার ইনিংসে সাত বল বাকি থাকতে পরাজয় নিশ্চিত হয় বাংলাদেশের।

সুপার সিক্সে আগামী বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। 

Link copied!