• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

বাংলাদেশ-পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের রাজশাহী পর্ব শুরু বৃহস্পতিবার


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: মে ১০, ২০২৩, ০৭:০৭ পিএম
বাংলাদেশ-পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের রাজশাহী পর্ব শুরু বৃহস্পতিবার

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের রাজশাহী পর্ব শুরু হচ্ছে বৃহস্পতিবার (১১ মে) থেকে। এদিন রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখী হবে দুই দল। 

বুধবার (১০ মে) বেলা ১১টার দিকে বিভাগীয় স্টেডিয়ামের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও পাকিস্তানের অধিনায়ক ও কোচ এ তথ্য জানিয়েছেন। তারা হলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক রাকিবুল হাসান ও কোচ স্টুয়ার্ট ল, পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সাদ বেগ এবং কোচ ইজাজ আহমেদ।

শুরুতে সংবাদ সম্মেলনে আসেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক, কোচ ও টিম ম্যানেজার। তারা বলেন, “বাংলাদেশের ক্রিকেট দল এখন অনেক শক্তিশালী। তারা ভালো খেলছে। তাদের পরাজিত করতে হলে ভালোভাবেই খেলে পরাজিত করতে হবে।”

এরপর সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও কোচ। তারা বলেন, “পাকিস্তান দলে বেশিরভাগ বাঁহাতি ব্যাটসম্যান। এ জন্য আমাদের দলে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। যেসব দুর্বলতা ছিল তা সংশোধনের চেষ্টা করা হয়েছে। তারপরও পাকিস্তান যেহেতু খুবই শক্তিশালী একটা দল, সেহেতু আমাদের খেলেই জিততে হবে।”

সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৩ ও ১৫ মে একই মাঠে। এ ছাড়া ১৭ মে সিরিজের একমাত্র টি-টোয়ন্টিটিও অনুষ্ঠিত হবে রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে।

এর আগে সিরিজের প্রথম দুইটি ওয়ানডে অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দুইটি ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তানের যুবরা। ফলে ঘরের মাঠে সিরিজ হার এড়াতে রাজশাহী পর্বের তিনটি ম্যাচই জিততে হবে যুবা টাইগারদের। 

Link copied!