• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
টি-টোয়েন্টি বিশ্বকাপ

শান্তর ফিফটিতে ভালো সংগ্রহের পথে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২, ১০:১৬ এএম
শান্তর ফিফটিতে ভালো সংগ্রহের পথে বাংলাদেশ

ব্রিসবেনের গ্যাবায় রোববার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৯টায় জিম্বাবুয়ের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। নাজমুল হাসান শান্তর ফিফটিতে  ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৯ রান করেছে বাংলাদেশ।

নেদারল্যান্ডসকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব দুর্দান্ত শুরু করলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হারতে হয় বাংলাদেশকে। টিকে থাকার লড়াইয়ে আজ জিম্বাবুয়ের বিপক্ষে হারলেই টুর্নামেন্ট থেকে একপ্রকার বিদায় টাইগারদের। অন্যদিকে জিম্বাবুয়ে জিতলে তাদের জন্য খুলে যাবে পরবর্তী রাউন্ডে যাওয়ার দরজা। দুই দলই তাই জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে খেলবে।

জয়ের মানসিকতায় শুরুটা অবশ্য ভালো করতে পারেনি বাংলাদেশ। ওপেনিং সমস্যা জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচেও দলকে ভুগিয়েছে। মাত্র ১০ রানেই ওপেনার সৌম্য সরকার বিদায় হন। দ্বিতীয় উইকেট জুটিও বেশিক্ষণ টিকতে পারেনি। দলের ৩২ রানে লিটন বিদায় হলে অধিনায়ক সাকিবকে নিয়ে ওপেনার শান্ত দলের ভিত্তি মজবুত করেন।

তারা দুজন দলের স্কোর ৮৬ রানে নিয়ে বিচ্ছিন্ন হন। অধিনায়ক ২০ বলে ২৩ রান করে আউট হন। সাকিবের বিদায় হলে আফিফ হোসেন শান্তর সাথে জুটি বাধেন। শান্ত ৫৩ বলে ৬৯ ও আফিফ ৯ বলে ১২ রানে ব্যাট করছেন। 

Link copied!