• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

উজবেকিস্তানকে হারিয়ে আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৭, ২০২৩, ১১:০৯ এএম
উজবেকিস্তানকে হারিয়ে আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ

জুনিয়র এশিয়া কাপ হকিতে আবার জয়ে ফিরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে বিধ্বস্ত হওয়া বাংলাদেশ তৃতীয় ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে। উজবেকিস্তানকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে দ্বিতীয় রাউন্ডের আশা বাঁচিয়ে রেখেছে লাল-সবুজের দল।

এর আগে স্বাগতিক ওমানে জুনিয়র হকিতে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। স্বাগতিক ওমানকে ২-০ গোলে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তবে দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে তারা। মালয়েশিয়ার কাছে ৫-১ গোলের ব্যবধানে হেরেছে লাল সবুজ জার্সিধারীরা।

এই হারে টুর্নামেন্টের সেমিফাইনালের পথ কঠিন হয়ে গিয়েছিল বাংলাদেশের জন্য। আর কোনোভাবে পা হড়কানোর সুযোগ ছিল না বাংলাদেশের সামনে। বাংলাদেশ এখন গ্রুপে তৃতীয় স্থানে আছে।

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৮ মে, প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ওই ম্যাচ জিতলেই সেমিফাইনালে ওঠা নিশ্চিত হবে বাংলাদেশ।
 

Link copied!