• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ১ জ্বিলকদ ১৪৪৫

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়রথ ছুটছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩, ১১:৫১ এএম
মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়রথ ছুটছে
ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বে দ্বিতীয় রাউন্ডে পেরুর বিপক্ষে ইনজুরিরর কারণে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির খেলা নিয়ে ছিল শঙ্কা। সেই শঙ্কা উড়িয়ে দিয়ে কোচ লিওনেল স্কালোনির শুরুর একাদশেই ছিলেন মেসি। আর মেসি মাঠে নামা মানেই ম্যাজিক দেখা যাবে এটা নিশ্চিত। আর সেটা হয়েছেও তাই পেরুর বিপক্ষে মেসির জোড়া গোলে বিশ্বকাপ বাছাইপর্বে টানা চতুর্থ জয় পেয়েছে আর্জেন্টিনা।

লিমায় বুধবার ( ১৮ অক্টোবর) ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রাখে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে পেরুও ঘরের মাঠে ছেড়ে কথা বলেনি আলবিসেলেস্তাদের। সুযোগ পেলেই আক্রমণে উঠে ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডিদের পরিক্ষায় ফেলেছেন স্বাগতিকরা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম‍্যাচের ২৯ মিনিটে দারুণ সুযোগ পায় পেরু। তবে পাওলো গেরেরোর দূরপাল্লার শট বেরিয়ে যায় ক্রসবার ঘেঁষে।

তিন মিনিট পরেই পাল্টা আক্রমণ করে এগিয়ে যায় আর্জেন্টিনা। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে নিকো গনসালেসকে বল বাড়ান এনসো ফের্নান্দেস। আর গনসালেসের কাটব্যাক থেকে নিখুঁত শটে ঠিকানা খুঁজে নেন মেসি। ৪২ মিনিটে আর্জেন্টিনার ব্যবধান দ্বিগুণ করেন ৭বার ব্যালন ডি অর জয়ী ফুটবলার। ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক শটে পেরুর জাল খুঁজে নেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির জোড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্কালোনির শিষ্যরা।

বিরতির পর একইভাবে খেলতে থাকে দুই দল। তবে গোল পাওয়া হয়নি কারও। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ৩ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপ বাছাইয়ের ৪ ম্যাচের সবগুলো জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। অন্যদিকে ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে উরুগুয়ে ৭ পয়েন্ট নিয়ে উঠে এসেছে দুই নম্বরে। সমান পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে ব্রাজিল। ৪ ম‍্যাচে ১ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে পেরু।

Link copied!