অসাধারণ প্রেমকাহিনি অজি ক্রিকেটার উসমানের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৩, ০২:১১ পিএম
অসাধারণ প্রেমকাহিনি অজি ক্রিকেটার উসমানের
দুই কন্যাসহ উসমান ও তার স্ত্রী। ছবি: সংগৃহীত

পাকিস্তানে জন্মগ্রহণকারী অজি ক্রিকেটার উসমান খাজার প্রেমকাহিনি দারুণ। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ওপেনার তিনি। তার জন্ম পাকিস্তানের ইসলামাবাদে। বাঁহাতি ওপেনার এখন অস্ট্রেলিয়ান হয়ে গেলেও নিজের জন্মস্থানের প্রতি আলাদা নাড়ির টান অনুভব করেন। ক্রিকেটার হিসেবে তিনি যে রকম দারুণ, ঠিক তেমনিই দারুণ এক প্রেমিক তিনি।

উসমান দম্পতির রয়েছে দুটি কন্যাসন্তান। তাদের প্রথম দেখা হয়েছিল সিডনিতে। প্রেমিকা ম্যাকলেলেনের বয়স তখন ২১ বছর। তার জন্মদিনে একেবারে ফিল্মি স্টাইলে ঘোড়ায় চেপে নিউইয়র্ক সেন্ট্রাল পার্কে প্রোপোজ করেন উসমান। নিউ সাউথ ওয়েলসে থাকেন উসমান।

২০১১ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক। আর বাগদান পর্ব সারেন ২০১৬ সালে। এর দুই বছরের মধ্যে আবদ্ধ হন বিবাহবন্ধনে। 

উসমানের চেয়ে বয়সে ৯ বছরের ছোট তার স্ত্রী। প্রেমের টান এতটাই বেশি ছিল বয়সের এই গ্যাপ তো দূরের কথা, ধর্মের ব্যবধানকে গুরুত্ব দেননি তিনি। এমনকি উসমানকে বিয়ে করার জন্য নিজের ধর্মও পরিবর্তন করে ফেলেন ম্যাকলেলেন। বিয়ের আগে ম্যাকলেলেন ক্যাথলিক ক্রিশ্চিয়ান ছিলেন। বিয়ের করার জন্য তিনি মুসলিম হন। তাদের বিয়েও হয় ইসলামিক রীতি মেনে।

উসমানের অপূর্ব সুন্দরী স্ত্রী হলিউড অভিনেত্রীদেরও হার মানান। উসমানের বয়স এখন ৩৬ বছর, তার স্ত্রীর ২৭। 
 

Link copied!