রোনালদোর জবাব মেসিকে দিয়ে দিতে চায় আল হেলাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩, ১২:৫৬ এএম
রোনালদোর জবাব মেসিকে দিয়ে দিতে চায় আল হেলাল

আকাশছোঁয়া মূল্যে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদকে দলে ভিড়িয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর। প্রতিদ্বন্দ্বীরা এত বড় তারকা দলে ভেড়ানোয় সৌদি লিগের চলতি মৌসুমের এক নম্বর দল আল হেলাল এবার লিওনেল মেসিকে দলে ভেড়াতে চায়।

কিছুতেই আল নাসরকে ফাঁকা মাঠে গোল দিতে দিবে না হেলাল। তারা রোনালদোর জবাবে যে কোনো মূল্যে আর্জেন্টাইন ফুটবলার মেসিকে কিনতে চায়। এজন্য তারা মেসিকে  বাংলাদেশি টাকায় প্রায় ৩ হাজার ২২০ কোটি টাকা দিতেও প্রস্তুত বলে জানিয়েছে সৌদি আরবের একাধিক গণমাধ্যম।

চলতি বছরের জুনে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা মেসির। সম্প্রতি বার্সেলোনাভিত্তিক সাংবাদিক জেরার্ড রোমেরো দাবি করেছেন মেসি পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করতে চান না।

চুক্তি নবায়ন না করলে ফ্রি এজেন্ট হয়ে যাবেন মেসি। তখন তাকে যে কোনো ক্লাবই দলে ভেড়াতে পারবে। ফলে এতেই আরও বেশি আগ্রহী হয়ে উঠেছে আল হেলাল।

রোনালদোকে আল নাসর দলে ভেড়ানোর পরই  আল হিলাল নিজেদের স্মারকের দোকানে মেসির নাম লেখা ১০ নম্বর জার্সি বিক্রি করতেও শুরু করেছিল। তবে তখন মেসিকে কেনার আগ্রহ না দেখালেও এবার যেভাবেই হোক আর্জেন্টাইন যাদুকরকে দলে ভেড়াতে চায় তারা।

তবে ফরাসি গণমাধ্যমের খবর অনুযায়ী, মেসিকে ধরে রাখতে চায় পিএসজি। এমনকি মেসির চুক্তি নবায়নে অনাগ্রহের খবরকেও গুঞ্জন বল উড়িয়ে দেওয়া হয়েছে পিএসজির পক্ষ থেকে।

Link copied!