• ঢাকা
  • শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৬
বাংলাদেশ-ভারত সিরিজ

ভারতের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দলে চমক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২, ০৪:০৫ পিএম
ভারতের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দলে চমক

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৭ সদ্যসের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাঁটুর ইনজুরি থেকে সেরে না ওঠায় স্কোয়াডে নেই নিয়মিত ওপেনার তামিম ইকবাল।

চলমান ওয়ানডে সিরিজের আগে হাঁটুর ইনজুরিতে পড়েন তামিম। যে কারণে পুরো ওয়ানডে সিরিজেই তাকে পায়নি বাংলাদেশ। অনিশ্চয়তা ছিল টেস্ট সিরিজের প্রথম ম্যাচ নিয়েও। শেষ পর্যন্ত শঙ্কা সত্যি হলো, তামিমকে ছাড়াই চট্টগ্রামে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে টাইগাররা।

কক্সবাজারে ভারত ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসান। প্রথম চারদিনের ম্যাচে অনবদ্য সেঞ্চুরি করে ম্যাচ বাঁচিয়েছেন।

ফলটাও দ্রুত পেয়ে গেলেন তিনি। প্রথমবারের মতো বাংলাদেশ দলের টেস্ট ফরম্যাটে ডাক পেয়েছেন জাকির হাসান।

ব্যাট হাতে চরম রান খরায় ভুগলেও ভারতের বিপক্ষে দলে রয়েছে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ। এছাড়া আর তেমন কোনো চমক নেই ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দলে।

ভারতের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড:

সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসাইন শান্ত, মুমিনুল হক সৌরভ, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসাইন, শরিফুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা ও এনামুল হক বিজয়।

 

Link copied!