কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে আগে থেকেই সমর্থন দিয়ে আসছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে যাওয়ার পর মানুষকে বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এক ফেসবুক পোস্টে জামাল লিখেন, ‘বাংলাদেশে আমার সকল মানুষের উদ্দেশে বলছি, আমি আপনাদের দেখছি এবং নজর রাখছি। আমি আপনাদের যন্ত্রণা অনুভব করছি। দোয়া করছি, আগামীতে ভালো দিন আসবে, ইনশাল্লাহ। বিভক্ত না হয়ে আসুন ঐক্যবদ্ধ হই।’
এর আগে এক ভিডিও বার্তায় জামাল বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনকে সবাই সমর্থন করুন। তবে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে দেশের সম্পদ বা মানুষের ক্ষতি কেউ না করে। কারণ দেশ আমাদের সবার। দেশের সকল শিক্ষার্থীদের পক্ষে আমরা সবসময় আছি। শিক্ষার্থীদের সফল এই আন্দোলন মেধাকে এগিয়ে দিয়েছে। এর মধ্যে দেখলাম অনেক জায়গায় অনেক কিছু ভাঙচুর, আগুনে পুড়ানো হয়েছে এবং অনেক আহত-নিহত হয়েছে। সবাইকে অনুরোধ করি সবাই সাবধানে থাকুন।’
আরেক ভিডিও বার্তায় জামাল বলেন, ‘আমি চাই একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ। সহিংসতা কোনো উত্তর হতে পারে না। সহিংসতা আরও বেশি সহিংসতার জন্ম দেয়। আলোচনা করে সেরা সমাধান বের করাই একমাত্র উপায়। আমি এ ব্যাপারে বিশেষজ্ঞ নই। তবে সহিংসতার চেয়ে আলোচনা অনেক ভালো।’







































