২০১৬ সালের রিও ও ২০০০ সালের টোকিও অলিম্পিকের পর এবার প্যারিসেও থাকছে উদ্বাস্তু দল। ২০১৫ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এই উদ্বাস্তু দলের স্বীকৃতি দেয়।
প্রথম বার ১০ জনের দল থাকলেও এবার উদ্বাস্তু দল ৩৭ জনের। তারা কুস্তিসহ ১২টি খেলায় অংশ নেবেন।
উদ্বাস্তু দলের পতাকা বহন করবেন সিন্ডি গাম্বা। ক্যামেরুনে জন্ম নেয়া গাম্বা বলেন, “আমরা সব উদ্বাস্তু, একটাই দল। আমরা খেলোয়াড়, সেই সঙ্গে আমরা যোদ্ধা। আমরা একটা পরিবার। আমাদের জয়ের খিদে আছে। আমরা জিততে এসেছি।”
কাবুলে জন্মগ্রহণকারী ২১ বছর বয়সী মানিঝা তালাশ নেবেন ব্রেকিং ইভেন্টে। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর তালাশ স্পেনে চলে যান।
আরেক আফগান ফারজাদ মানসৌরি তায়কোয়ান্দোতে নামবেন। তিনি টোকিও আসরেও অংশ নিয়েছিলেন। মানসৌরিও তালেবান সরকার ক্ষমতায় আসার পর দেশ ছাড়েন।
                
              
																
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    


































