• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

বাংলাদেশের সেঞ্চুরি, মিরপুরের ডাবল সেঞ্চুরি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩, ২০২৩, ০৪:০১ পিএম
বাংলাদেশের সেঞ্চুরি, মিরপুরের ডাবল সেঞ্চুরি

২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, ঘরোয়া ক্রিকেটসহ নানা অনুষ্ঠান আয়োজনে মিরপুর শেরে বাংলা অন্যতম ভরসা।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। আজ এই ম্যাচের মাধ্যমে অন্যরকম এক মাইলফলক ছুঁয়েছে স্টেডিয়ামটি। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের মাধ্যমে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সাক্ষী হলো এটি।

পাশাপাশি আরও একটি মাইলফলক ছুঁয়ে ফেলল বাংলাদেশ ক্রিকেটের পয়মন্ত এ ভেন্যু। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মিরপুরে খেলছে শততম ওয়ানডে ম্যাচ। এক ম্যাচে দুই মাইলফলকের সাক্ষী স্টেডিয়ামটি। 
২০০৬ সালের ৮ ডিসেম্বর বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে দিয়ে শেরে বাংলায় যাত্রা শুরু করে ক্রিকেট। দেশের মূল ক্রিকেট ভেন্যু হিসেবে এটাই স্বীকৃত এখন।

মিরপুর স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ আয়োজিত হয়েছে ১১৭টি, টি-টোয়েন্টি ম্যাচ ৫৯টি ও টেস্ট ম্যাচ ২৪টি। 
 

Link copied!