• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

ভারতের প্রথম ইনিংসে ৪৪৫ রান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ০৩:০০ পিএম
ভারতের প্রথম ইনিংসে ৪৪৫ রান
ব্যাট করছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। ছবি: সংগৃহীত

রাজকোটে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দূর্দশায় পড়ে স্বাগতিক ভারত। মাত্র ৩৩ রানে ছিল না তাদের ৩ উইকেট। সেখান থেকে দলকে টেনে তোলেন রোহিত শর্মা আর রবীন্দ্র জাদেজা। দুজনই করেন সেঞ্চুরি। রোহিত আগের দিন আউট হয়েছিলেন। জাদেজা অপরাজিত ছিলেন ১১০ রানে।

শুক্রবার অবশ্য নিজের ইনিংসটা আর বেশিদূর টানতে পারেননি জাদেজা। ১১২ করে সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার। ৩৩১ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে ভারত।

তবে লোয়ার অর্ডারের ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন আর জাসপ্রিত বুমরাহর ব্যাটে চড়ে ভালো একটা সংগ্রহই পেয়ে গেছে ভারত। ১৩০.৫ ওভার ব্যাট করে তারা অলআউট হয়েছে ৪৪৫ রানে। জুরেল ৪৫, অশ্বিন ৩৭ আর বুমরাহ শেষদিকে করেন মূল্যবান ২৬ রান।

ইংলিশ পেসার মার্ক উড ১১৪ রান খরচায় নেন ৪টি উইকেট। দুটি উইকেট শিকার রেহান আহমেদের।
ইংল্যান্ড অবশ্য ৫ রান বোর্ডে নিয়েই প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে। রবীন্দ্র জাদেজার পর রবিচন্দ্রন অশ্বিন পিচের মধ্য দিয়ে দৌড়ানোর চেষ্টা করলে এই ৫ রান পেনাল্টি দেন আম্পায়ার। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ড করেছে ৬ ওভারে বিনা উইকেটে ৩১ রান। বেন ডাকেট ১৯ ও জ্যাক ক্রাউলি ৬ রানে অপরাজিত রয়েছেন। 
 

Link copied!