৩৬ বছর পর ফুটবল বিশ্বকাপে প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে কানাডার। কাতার বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে তারা। দলে রয়েছেন বায়ার্ন মিউনিখের আলোচিত ফুটবল আলফানো ডেভিস।
শরনার্থী ক্যাম্পে জন্ম নেওয়া ডেভিসের ফুটবলে আসার গল্পটা দারুণ অনুপ্রেরনাদায়ক। ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত লাইব্রেরিয়াতে গৃহযুদ্ধ চলাকালীন ডেভিসের বাবা-মা পালিয়ে ঘানায় আশ্রয় নেন।
এরপর ঘানার একটি শরণার্থী ক্যাম্পে জন্ম হয় ভেভিসের। সেখান থেকে পরবর্তীতে তারা কানাডায় চলে যান। আর এবার কানাডার হয়েই কাতার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি।
কাতার বিশ্বকাপে কানাডার স্কোয়াডঃ
গোলরক্ষক : জেমস প্যানটেমিস, মিলান বোরজান, ডেইন সেন্ট ক্লেয়ার
রক্ষণভাগ : স্যামুয়েল অ্যাডেকুগবে, স্টিভেন ভিটোরিয়া, জোয়েল ওয়াটারম্যান, অ্যালিস্টার জনস্টন, রিচি লারিয়া, কামাল মিলার, ডেরেক কর্নেলিয়াস
মধ্যমভাগ : লিয়াম ফ্রেজার, ইসমায়েল শঙ্কু, জোনাথন ওসোরিও, আতিবা হাচিনসন, মার্ক-অ্যান্টনি কায়, ডেভিড ওথারস্পুন, স্টিফেন ইউস্টাকিও, স্যামুয়েল পিয়েট
আক্রমণভাগ : তাজন বুকানন, জুনিয়র হোয়েলেট, জোনাথন ডেভিড, সাইল লারিন, লিয়াম মিলার, লুকাস ক্যাভালিনি, আইকে উগবো, আলফোনসো ডেভিস





































