• ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাছাইপর্বের দলে ডাক পেলেন ফারিহা-সোহেলি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২২, ০৬:০১ পিএম
বাছাইপর্বের দলে ডাক পেলেন ফারিহা-সোহেলি

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব দিয়েই এই ফরম্যাটের দলে ফিরেছিলেন জাহানারা আলম। টুর্নামেন্ট শুরুর আগেই ইনজুরির কারণে দল থেকে ছিটকে গিয়েছেন ২৯ বছর বয়সী এই পেসার। এছাড়াও কোভিড আক্রান্ত হয়ে বাদ পড়েছেন ফারজানা হক। তাদের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন ফারিহা ইসলাম ও সোহেলি আক্তার।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ডান হাতের চোটে পড়েন জাহানারা আলম। হাতে দুইটি সেলাই করতে হয়েছে। তার বদলি হিসেবে বাঁহাতি পেসার ফারিহা ইসলামকে দলে ডেকেছে বিসিবি।

সর্বশেষ কমনওয়েলথ গেমস বাছাই পর্বের দলে ছিলেন ফারিহা। তবে বাছাইপর্বে দলে ছিলেন না। জাহানারার ইনজুরিতে আবার জাতীয় দলের দরজা খুলেছে।

এইদিকে কোভিড আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন ফারজানা আক্তার। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন সোগেলি আক্তার। আট বছর পর দলে ডাক পেয়েছেন সোহেলি। এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ২ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সর্বশেষ জাতীয় লিগে ৫ ম্যাচে ৬২ রান ও তিন উইকেট শিকার করেছেন।

ফারিহা ও সোহেলি আগামীকাল আবুধাবিতে দলের সঙ্গে যোগ দেবেন। তাদের দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ দল
নিগার সুলতানা (অধিনায়ক), শারমিন আক্তার, শামীমা সুলতানা, সোহেলি আক্তার, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, ফারিহা ইসলাম, ফাহিমা খাতুম, সানজিদা আক্তার, মারুফা আক্তার।

বাংলাদেশের ম্যাচ
বিপক্ষ আয়ারল্যান্ড, ১৮ সেপ্টেম্বর, আবুধাবি
বিপক্ষ স্কটল্যান্ড, ১৯ সেপ্টেম্বর, আবুধাবি
বিপক্ষ যুক্তরাষ্ট্র, ২১ সেপ্টেম্বর, আবুধাবি

খেলা বিভাগের আরো খবর

Link copied!