ভারত-পাকিস্তানময় এবারের এশিয়া কাপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২২, ০৬:০৮ পিএম
ভারত-পাকিস্তানময় এবারের এশিয়া কাপ

ভারত-পাকিস্তানের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা। এই দুই দলের খেলাকে অনেকে ক্রিকেটের ‘এল ক্লাসিকো’ বলে থাকে। সম্পতি শুরু হওয়া এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল দল দুটি। এতে পাকিস্তানকে পরাজিত করে চিরপ্রতিদ্বন্ধী ভারত। রোববার (৪ সেপ্টেম্বর) ফের ক্রিকেটের ‘এল ক্লাসিকো’ দেখা যাবে।

গ্রুপ পর্বে একবার মুখোমুখি হওয়া দুই দলের আবার দেখা হতে পারে ফাইনালেও। এবারের এশিয়া কাপ টুর্নামেন্টি যেন পাক-ভারত দ্বিপাক্ষিক সিরিজে পরিণত হয়েছে।

ফাইনালের আগে রোববার দুই দলই সুপার ফোরে তাদের প্রথম ম্যাচ খেলবে। সর্বশেষ দেখায় শেষ ওভারে গড়ানো ম্যাচে জিতেছিল ভারত। টি-টোয়েন্টিতে দুই দলের দেখা হয়েছে মাত্র ১০ বার, ৮টিতেই ভারত জিতেছে।

এমনিতে ভারত-পাকিস্তান ম্যাচের আগে যে যুদ্ধ যুদ্ধ ভাব থাকত, সেটা এখন আর খোঁজে পাওয়া যায় না। এখন দুই দলের ক্রিকেটাররা একে অন্যের সঙ্গে বন্ধুর মতো আচরণ করেন। একজন আরেকজনকে জার্সি উপহার দেন ও সংবাদ সম্মেলনে প্রশংসায় ভাসান। যেমন এশিয়া কাপ শুরুর আগে দুই দলই দুবাইয়ে অবস্থান করছিল।

তখন দেখা যায় বিরাট কোহলি মাঠে এসে আফ্রিদির চোটের খোঁজ নিচ্ছেন, হারিসকে নিজের জার্সি উপহার দিচ্ছেন। আর বাবর আজমকে নিয়ে রোহিত শর্মা খুনসুটি করছেন। একসঙ্গে দুজন সেলফি তুলছেন। বাগযুদ্ধও এখন আর নেই বললেই চলে।

অবশ্য মাঠের বাইরের এই বন্ধুত্বপূর্ণ আচরণ মাঠের খেলায় প্রভাব ফেলে না বলে দাবি হারিস রউফের। বিরাট কোহলির কাছ থেকে জার্সি পেয়ে পাকিস্তানি এই পেসার বলেছেন, “খেলাটাকে আমরা খেলা হিসেবেই নেই। তিনি (কোহলি) নিজ দেশের হয়ে যেভাবে পারফর্ম করেছেন, এখন তো কিংবদন্তির কাতারে। আপনি তার সঙ্গে কথা বলে অনেক কিছু শিখতে পারবেন। তিনি আমাকে শার্ট দিয়েছেন, কথা বলেছেন। আমি খুব সম্মানিত বোধ করছি।”

এদিকে দুই দলের সমস্যা একই -‘চোট’। হাঁটুর চোটে পড়ে ভারতের রবীন্দ্র জাদেজা এশিয়া কাপ থেকে তো বটেই, বিশ্বকাপ থেকেও ছিটকে পড়েছেন। সুস্থ হতে তাকে যেতে হবে অস্ত্রোপচারের টেবিলে। তার জায়গায় সুযোগ পেতে পারেন অক্ষর প্যাটেল।

অন্যদিকে এশিয়া কাপের আগে থেকেই একের পর এক চোটের সমস্যায় ভুগছে পাকিস্তান। এই তালিকা প্রথমে নাম লেখান শাহিন শাহ আফ্রিদি। এরপর চোটের কারণে ছিটকে পড়েন মোহাম্মদ ওয়াসিম। তালিকায় সর্বশেষ সংযুক্তি শাহনেওয়াজ দাহানি।

আপাতত পেসার বলতে আছেন হারিস রউফ, নাসিম শাহ ও হাসান আলী। তবে দারুণ ছন্দে থাকা সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়াদের সামনে এই বোলিং আক্রমণেই আত্মবিশ্বাসী মনে হচ্ছে পাকিস্তানকে।

Link copied!