• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

৩৯ বছর কোমায় থেকে চলে গেলেন অ্যাডামস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৯:৪৪ পিএম
৩৯ বছর কোমায় থেকে চলে গেলেন অ্যাডামস

প্রায় চার দশক চেতানাবিহীন থেকে ৭৩ বছর বয়সে চলে গেলেন জ্যা পিয়েরে অ্যাডামস। ৩৯ বছর চিকিৎসকের ভুলের মাশুল গুণে চিরঘুমের দেশে চলে গেলেন ফ্রান্সের এই সাবেক ফুটবলার। 

ঘটনাটি ঘটেছিল ১৯৮২ সালের মার্চে। হাঁটুর অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শিক্ষানবীশ চিকিৎসক চেতনানাশক ব্যবহার করতে গিয়ে ভুল করলে তার মাশুল গুনলেন সুদীর্ঘ ৩৯ বছর। 

সেনেগালে জন্ম নেওয়া এ ফুটবলার খেলেছেন ফ্রান্স জাতীয় দলে। ফ্রান্সের লিগ ওয়ানের দল নিস ও পিএসজির হয়েও খেলেছেন তিনি । এরমধ্যে ফ্রান্সের হয়ে ১৯৭২ থেকে ৭৬ সাল পর্যন্ত খেলেছেন ২২টি ম্যাচ। পিএসজির হয়ে ৪১টি ম্যাচ খেলেন এই ডিফেন্ডার।

তার মৃত্যুতে দুই ক্লাবই শোক প্রকাশ করেছে। 

নিস জানিয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর মোনাকোর বিপক্ষে ম্যাচের আগে আদামের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং তার পরিবার ও ঘণিষ্ঠজনদের প্রতি সমবেদনা জানাবে তারা।

বিবিসি স্পোর্টের আফ্রিকা প্রতিনিধি পিয়ের্স এডওয়ার্ডস স্মৃতিচারণ করে জানান, ২০১৬ সালে তিনি ফ্রান্সে আদামের বাড়িতে গিয়েছিলেন। তখন আদামের স্ত্রী তাকে জানিয়েছিলেন, যে দুর্ঘটনা একদিনের জন্যও তিনি ভুলতে পারেননি তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ কখনোই ক্ষমা চায়নি।

Link copied!