• ঢাকা
  • শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৬
নারী বিশ্বকাপ

হাড্ডাহাড্ডি লড়াই শেষে দক্ষিণ আফ্রিকার জয়


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ১৪, ২০২২, ০৩:৪৭ পিএম
হাড্ডাহাড্ডি লড়াই শেষে দক্ষিণ আফ্রিকার জয়

নারী বিশ্বকাপে দিনের দ্বিতীয় ম্যাচে মাউন্ট মঙ্গানুইয়ে সোমবার (১৪ মার্চ) মাঠে নেমেছিল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তুমুল উত্তেজনার ম্যাচে ইংলিশদের ৩ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা।

টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা। শুরুতেই হোঁচট খায় ইংলিশরা। দলের মাত্র ৪ রানে ওপেনার ড্যানি ওয়াট বিদায় হন। মাত্র ৪২ রানে তারা ৩ উইকেটে হারায়। আরেক ওপেনার ট্যামি বিউমন্টের ৬২ রান ও মিডল অর্ডার ব্যাটার অ্যামি জোনসের ৫৩ রানে ভর করে বিপর্যয় কাটায় ইংল্যান্ড।

ইংল্যান্ডের ইনিংস থামে ৯ উইকেটে ২৩৫ রানে। ম্যারিজানে কেপ একাই ইংলিশদের ৫ উইকেট তুলে নেন।

জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাও শুরুতে হোঁচট খায়। তারা প্রথম উইকেট হারায় দলের ১৮ রানে। তবে আরেক ওপেনার লরা ওলভার্ড ৭৭ রান করে দলকে বেশ ভালো অবস্থানে পৌঁছে দেন। এছাড়া সুনে লুস ৩৬ রান করেন। 

শেষ দিকে খেলা বেশ জমে ওঠে। তুমুল উত্তেজনার ম্যাচে দুই পক্ষই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। ইংল্যান্ডের দরকার ছিল উইকেট, দক্ষিণ আফ্রিকার রান। শেষ পর্যন্ত জয় হয় প্রোটিয়াদেরই। ৪ বল হাতে রেখে ৩ উইকেটের জয় নিশ্চিত করে তারা।

Link copied!