• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

সিরিজ জিততে টাইগারদের লক্ষ্য ১৯৪    


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২১, ০৬:২০ পিএম
সিরিজ জিততে টাইগারদের লক্ষ্য ১৯৪    

হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। অঘোষিত এ ফাইনালে জিম্বাবুয়ে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামলেও বাংলাদেশের একাদশে এসেছে পরিবর্তন। শেখ মেহেদী হাসানের জায়গায় আজ মাঠে নামে বোলার নাসুম আহমেদ। 

ব্যাটিংয়ে এসে উড়ন্ত সূচনা পায় জিম্বাবুয়ে। উদ্ধোধনী ব্যাটসম্যান মাদভেরে ও মারুমানি নেমেই তুলোধুনা করতে থাকে টাইগার বোলারদেরকে। তাসকিন প্রথম ওভারে ৮ রান দিলেও পরের ওভারে হজম করেছেন টানা ৫ টি চার। মাত্র ২৬ বলেই তারা পৌঁছায় ৫০ রানে। যদিও সাকিবের এক ওভারে আসে মাত্র ৩ রান।

মোহাম্মদ সাইফুদ্দীন প্রথম ওভারে ৭ রান দিলেও পরের ওভারে এসে ঝড় থামিয়েছেন। ফিরিয়েছেন ২ চার ও ২ ছয়ে ২০ বলে ২৭ রান করা মারুমাকে। সাইফুদ্দীনের বল আড়াআড়ি ব্যাটে খেলতে গিয়ে বোল্ড হন মারুমা। পাওয়ার প্লের ৬ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৬৩ রান। মারুমা থামলেও মাদভেরে ও চাকাভার দুর্দান্ত ব্যাটিংয়ে দশম ওভারেই ১০০ রানে পৌঁছায় জিম্বাবুয়ে। 

মাদভেরে ও চাকাভার ঝড় সবাই সহ্য করলেও নাসুম আহমেদকে একটু বেশীই সহ্য করতে হয়েছে। স্লটে পাওয়া বলে নাসুমকে টানা তিন ছয় মেরেছেন চাকাভা। এক ওভারেই তিনি দিয়েছেন ২১ রান।  

সৌম্যর বলে দুর্দান্ত ক্যাচে যখন চাকাভা আউট হলেন তার আগেই তিনি করেছেন ২২ বলে ৪৮ রান। যদিও ইনিংসে তার চার ছিল না একটিও কিন্তু ছয় মেরেছেন ছয়টি। নাঈম-শামীমের ক্যাচটা চোখে লেখে থাকার মত। দৌড়ে মিডউইকেটে গিয়ে বাউন্ডারির একেবারে ওপর গিয়ে সেটি ধরেছিলেন নাঈম কিন্তু ভারসাম্য ধরে রাখতে না পেরে বাউন্ডারি পেরিয়ে গিয়েছিলএন। তবে বলটা এর আগেই ছুড়ে মারেন বাউন্ডারির ভেতরে। ছুটে গিয়ে সেটি নেন শামীম হোসেন। মাদভেরের ঝড় থামে ১২২ রানে।  

সৌম্য সরকারের ফুললেংথের বলের লাইন পুরোপুরি মিস করে স্টাম্পড হয়েছেন সিকান্দার রাজা। সাকিবকে রিভার্স সুইপ করতে গিয়ে   শর্ট থার্ডম্যানে ধরা পড়েছেন মাদভেরে। ৬ টি চারের মাধ্যেমে ৩৬ বলে ৫৪ রান করে ফিরেন তিনি। 

সাইফুদ্দীনের এক ওভারে দেন জিম্বাবুয়ে তুলে ১৯ রান। পরের ওভারে শরীফুলকে তুলে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ধরা পড়েছেন ডিওন মায়ার্স। ২১ বলে ২৩ রান করেন তিনি। 

২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রানের চ্যালেঞ্জিং স্কোর রান পায় জিম্বাবুয়ে।   
 

Link copied!