গতকাল শনিবার অস্ট্রিয়া বেশ শক্ত প্রতিরোধ গড়েছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে। তবে অতিরিক্ত সময়ে শেষ ১৬ রাউন্ডের দ্বিতীয় ম্যাচ দেখা পেয়েছে তিন গোলের, যার দুটিই ইতালির। ফলে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ল ইতালি, সঙ্গে টানা ৩১ ম্যাচ অপরাজিত থেকে ভাঙল ৮২ বছরের পুরোনো টানা অপরাজিত ম্যাচসংখ্যার রেকর্ড।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে গতকাল প্রথমার্ধে বেশ শক্ত অবস্থান ধরে রাখল অস্ট্রিয়া। ইমোবিলদের আক্রমণ ভাগ যেন তৃতীয়ার্ধে বরাবরই ব্যর্থ ছিল। ১৭ মিনিটের সময় নিকোলা বারেলার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক বাখমান। ৩২তম মিনিটে ভাগ্যের সাহায্য পেয়েছিল অস্ট্রিয়া, চিরো ইমোবিলের শট ক্রসবারে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে ৫৬তম মিনিটের শুরুতে ডেভিড আলাবা সুযোগ পান। কিন্তু সেই ফ্রি কিক বারের ওপর দিয়ে যায়। ৬৫তম মিনিটে দুর্দান্ত হেডে বল জালে জড়িয়েছেন মার্কো আনাউতোভিচ, তবে সামান্য অফসাইডের কারণে সেটি বাতিল হয়।
দুই দলের কেউ নির্ধারিত এবং ইনজুরি সময়ে গোল করতে না পারায় শেষ পর্যন্ত অতিরিক্ত মিনিটে খেলা গড়ায়। পঞ্চম মিনিটেই ডমিনিকো বেরার্দির বদলি নামা জুভেন্টাস ফরোয়ার্ড চিয়েসা স্পিনসোলার পাসকে অসাধারণ নৈপুণ্যে জালে জড়ান। ১০ মিনিট পরেই একাদশে অনিশ্চিত পেসিনা পরাস্ত করেন গোলরক্ষককে। আটলান্টার এই মিডফিল্ডারের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা ইতালি ১১৬৮ মিনিট পর গোল হজম করে অস্ট্রিয়ার কালাজিচের সৌজন্যে। তবে শেষ পর্যন্ত নিজেদের টানা ৩১তম জয় নিয়ে মাঠ ছাড়ে রবার্তো মাঞ্চিনির শিষ্যরা, যা ১৯৩৫-১৯৩৯ সালের রেকর্ড ছাড়িয়েছে।
কোয়ার্টার ফাইনালে ইতালির সম্ভাব্য প্রতিপক্ষ বেলজিয়াম ও পর্তুগালের মধ্যে বিজয়ী দল। আগের ম্যাচে ওয়েলসকে হারিয়ে কোয়ার্টারে পা রেখেছে ডেনমার্ক।