• ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২, ১৩ মুহররম ১৪৪৬

যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করতে চায় বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৬:২৪ পিএম
যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করতে চায় বাংলাদেশ

বৈশ্বিক আসর আয়োজনের ইচ্ছা প্রকাশ করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে প্রাথমিক আবেদন করেছে বাংলাদেশসহ আরও ১৭ দেশ। যে ১৭টি বোর্ড পুরুষ ক্রিকেটের আয়োজক হওয়ার আবেদন করেছে সীমিত ওভারের টুর্নামেন্টের জন্য তাদের বেশিরভাগই  আগ্রহ প্রকাশ করেছে যৌথ আয়োজক হওয়ার। 

২০২৩ বিশ্বকাপের পর থেকে ২০২৪-২০৩১ সাল পর্যন্ত পুরুষ ক্রিকেটে এই ৮ বছরে মোট ৮টি বৈশ্বিক আসর অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুইটি করে ওয়ানডে বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল এবং ৪ টি টি-টোয়েন্টি অনুষ্ঠিত বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আইসিসি থেকে জানানো হয়েছে টেস্ট চ্যাম্পিয়ন্সসশিপ ফাইনাল, মেয়েদের ক্রিকেট ও অনূর্ধ্ব-১৯ এর আয়োজন ভিন্নভাবে হবে। 

বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, মালয়েশিয়া, নামিবিয়া, নিউজিল্যান্ড, ওমান, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, সংযুক্ত আরব আমিরাত ও জিম্বাবুয়ে বিশ্বকাপ আয়োজনের আবেদন করেছে। 

যে ১৭ টি দেশ আবেদন করেছে তাদের সাথে আগামী সেপ্টেম্বরে বিস্তারিত আলোচনায় বসবে আইসিসি। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। 

এ বিষয়ে আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস জানান, অনেক দেশ আয়োজকের ইচ্ছা প্রকাশ করায় আমরা আনন্দিত। এর মাধ্যমে ক্রিকেট সারা বিশ্বে ছড়িয়ে যাবে, মানুষের আগ্রহ বাড়বে যা ক্রিকেটের জন্য ভালো। 

তিনি আরও বলেন, এ বছরেই নির্ধারণ করা হবে ২০৩১ সাল পর্যন্ত কোন বৈশ্বিক আসর কোন কোন ভেন্যুতে আয়োজন করা হবে। সেক্ষেত্রে নিজেদের প্রস্তাবনা গুছিয়ে আইসিসির কাছে পাঠাতে হবে ইচ্ছুক বোর্ডগুলোকে।

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের আগ্রহ প্রকাশ করে বলেছে ছয়টি আসরের মধ্যে তারা কমপক্ষে একটি আসরের আয়োজক হতে চায়। বাংলাদেশ ২০২৫ সালের আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে আগ্রহী। 

Link copied!