• ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৬

বিশ্বকাপে পাকিস্তানের টানা দ্বিতীয় হার


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ৮, ২০২২, ০১:৫৭ পিএম
বিশ্বকাপে পাকিস্তানের টানা দ্বিতীয় হার
ছবি সংগৃহীত

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের আসরের ষষ্ঠ ম্যাচে আজ মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া-পাকিস্তান। মাউন্ট মঙ্গানুইয়ে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। 

ইনিংসের শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। দলের ১১ রানেই পরপর দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে তারা। দলের ব্যাটারদের বাজে পারফরম্যান্সে হাল ধরে প্রাথমিক বিপর্যয় কাটান বিসমা মারুফ। তার ব্যাট থেকে আসে ৭৮ রান। মারুফ অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। বাকিদের আসা-যাওয়ার মিছিলে আলিয়া রিয়াজ অর্ধশতক (৫৩ রান) তুলে নেন। তাদের ইনিংস থামে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯০ রানে।

জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া চমৎকার শুরু করে। দুই ওপেনারের দুর্দান্ত পারফরম্যান্স দলকে জয়ের ভিত গড়ে দেয়। রাচেল হাইনিস ৩৪ রানে ফিরে গেলেও আরেক ওপেনার আলিশা হ্যালি ৭৯ বলে ৭২ রান করেন। পাকিস্তান অস্ট্রেলিয়ার মাত্র ৩ উইকেট তুলে নিতে সক্ষম হয়।

মাত্র ৩৪.৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে অজিরা ৭ উইকেটের জয় তুলে নেয়। আলিশা ৭২ রান করে ম্যাচসেরা নির্বাচিত হন।

Link copied!