• ঢাকা
  • শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৬

বিপিএল কাঁপাচ্ছে ‘পুষ্পা’


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২, ১১:৫৭ পিএম
বিপিএল কাঁপাচ্ছে ‘পুষ্পা’

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে উইকেট পেয়ে ব্যতিক্রমী উদযাপন নতুন কিছু নয়। বিভিন্ন অঙ্গভঙ্গি করে ক্রিকেটাররা আলোচনায় থাকেন। একেকজনের একেক উদযাপনের ধরন থাকলেও এবার দেখা গেল একই নাচের মুদ্রা।

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের নতুন সিনেমা ‘পুষ্পা- দ্য রাইজ’-এর একটি গানের মুদ্রা এবার ভর করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে৷ এই সিনেমার গানে ক্রিকেটাররা উদযাপন করছেন তাদের উইকেট পাওয়ার সাফল্য।

ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচেই নজর কেড়েছে ক্রিকেটারদের পুষ্পা নাচের মুদ্রা। কুমিল্লার ফাফ ডু প্লেসিসকে আউট করার পর সাকিব এই পুষ্পা গানের নাচের মুদ্রায় উদযাপন করেন।

বরিশালের মাহিদুলকে আউট করে একই উদযাপন করেন ক্যারিবিয়ান ক্রিকেটার ডোয়াইন ব্রাভো। তানভীর ইসলামও সতীর্থের মতো একই কাজ করেন।

মিনিস্টার ঢাকা ও সিলেট সানরাইজার্সের ম্যাচেও দেখা যায় একই চিত্র। নাগিন ডান্সে উদযাপন করা নাজমুল ইসলাম অপুও পুষ্পার নাচে উদযাপন করেন তার ১৮ রানের বিনিময়ে ৪ উইকেটের সাফল্য।

Link copied!