• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২, ২১ মুহররম ১৪৪৬

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের সেঞ্চুরি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ১০:৪৯ এএম
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের সেঞ্চুরি

ক্রাইস্টচার্চে ইনিংস হার এড়াতে লড়ছে বাংলাদেশ। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারীরা। সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একাই লড়ছেন লিটন দাস। এরই মধ্যে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৮৬ রান। ইনিংস হার এড়াতে চাই আরও ১২৭ রান। লিটন অপরাজিত ১০২* রানে। অন্য প্রান্তে তাসকিন আহমেদ ব্যাট করছেন ৪* রানে। 

দলীয় ১২৮ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে নুরুল হাসন সোহনকে নিয়ে প্রতিরোধ গড়েন লিটন। তবে দলের প্রয়োজনে কিছুটা মারমুখী ব্যাটিং করে যাচ্ছেন তিনি। বলে-রানে সমানতালে এগিয়ে যাচ্ছেন লিটন। মাঠের চারদিকে দৃষ্টিনন্দন শট ও আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে বাংলাদেশকে কিছুটা আশার আলোও দেখাচ্ছেন এই উইকেটকিপার-ব্যাটার। 

সোহানের সঙ্গে লিটনের জুটিটি ছিল ১০১ রানে। ব্যক্তিগত ৩৬ রানে সোহান আউট হয়ে গেলে ভাঙে এই জুটি। এরপর মেহেদী হাসান মিরাজ (৩) এসে অবশ্য বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি তাকে।

Link copied!