• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২, ২১ মুহররম ১৪৪৬

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সেরা দশে নাসুম


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ৯, ২০২২, ০৭:৪১ পিএম
টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সেরা দশে নাসুম
সাম্প্রতিক ছবি

আজ বুধবার (৯ মার্চ) আইসিসি র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক সেরা তালিকা প্রকাশ করেছে। বাংলাদেশ থেকে বোলারদের সেরা দশে আছেন একমাত্র নাসুম আহমেদ। ৬৩৭ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো সেরা দশে জায়গা করে নিয়েছেন এই প্রতিভাবান তারকা। এই তালিকায় প্রথমে আছেন দক্ষিণ আফ্রিকার তাবারেজ শামসি।

নাসুম নিয়মিত তার প্রতিভার সাক্ষর রেখে চলেছেন ২২ গজে। সম্ভাবনাময় তরুণদের মধ্যে প্রথম সারির একজন তিনি। আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। ১০ রানে তুলে নিয়েছেন ৪ উইকেট। তাৎক্ষণিক পুরস্কারও পেলেন এই বাঁহাতি স্পিনার।

গত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকেই ধারাবাহিক ফর্মে আছেন লিটন দাস। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে লিটন দাস এগিয়েছেন ২৬ ধাপ। এই ওপেনার এখন আছেন ৪৯তম স্থানে। আফগানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দলের বিপর্যয়ের মুখে ৪৪ বলে ৬০ রানের ইনিংস উপহার দেন তিনি।

Link copied!