রাজধানীর বনানীতে ওভারব্রিজের নিচে দিয়ে যাওয়ার সময় ছাদখোলা বাসে কপালে আঘাত পান ঋতুপর্ণা। কপালে তিনটি সেলাই লেগেছে তার।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে নারী ফুটবলারদের বহনকারী বিমান।
সেখান থেকে ছাদখোলা বাসে তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের দিকে রওনা দেন।
বাফুফের নির্বাহী ইমরান জানিয়েছেন, বনানীতে ওভারব্রিজের নিচে দিয়ে যাওয়ার সময় ছাদখোলা বাসে থাকা ঋতুপর্ণার কপালে কাঠের বা ধাতব কিছুর খোঁচা লাগে। তাতেই কেটে গিয়ে কপাল থেকে রক্ত বের হতে থাকে তার। পরে তাৎক্ষণিকভাবে গাড়ি থামিয়ে বহরের সঙ্গে থাকা অ্যাম্বুলেন্সে তাকে সিএমএইচে নেওয়া হয়।
গুরুতর কোনো সমস্যা না থাকায় চিকিৎসার পরপরই ছেড়ে দেওয়া হয় ঋতুপর্ণাকে। অ্যাম্বুলেন্সে করেই তিনি বাফুফে ভবনের দিকে রওনা দেন।








































