• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬

ওয়ানডের অধিনায়কত্ব হারাচ্ছেন কোহলি?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২১, ০৬:২৬ পিএম
ওয়ানডের অধিনায়কত্ব হারাচ্ছেন কোহলি?
বিরাট কোহলি

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই এ সংস্করণের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন বিরাট কোহলি। তবে বিশ্বকাপে যে পারফরম্যান্স করছে ভারতীয় দল, তাতে ওয়ানডের অধিনায়কত্বও হারাতে পারেন কোহলি। এমন গুঞ্জনই ঘুরপাক খাচ্ছে ভারতীয় গণমাধ্যমে। 

ভারতীয় বোর্ডের সূত্র দিয়ে নিউজএইটিন জানিয়েছে, ভারতীয় দলের পারফরম্যান্সে মোটেও সন্তুষ্ট নয় বিসিসিআই। চলতি বিশ্বকাপে ভারত যদি সেমি ফাইনালে উঠতে ব্যর্থ হয়, তবে কোহলির ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হবে।

বিসিবিআইর এক সূত্র বলেছে, “বোর্ড অসন্তুষ্ট। কোহলির ওয়ানডে অধিনায়কত্বও ঝুঁকির মধ্যে পড়েছে। ভারতের এখনও ৩টি ম্যাচ বাকি। যদি ভারত ঘুরে দাঁড়াতে পারে এবং কোনোভাবে সেমি ফাইনালে যেতে পারে, তাহলে পরিস্থিতি বদলে যেতে পারে।” 

কোহলির বদলে রোহিত শর্মাই কি ভারতের পরবর্তী ওয়ানডে অধিনায়ক হচ্ছেন—এমন প্রশ্নের জবাবে ওই সূত্র জানায়, “এখনো কারো নাম বলা মুশকিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হোক। রাহুল দ্রাবিড় সম্ভবত হেড কোচ হিসেবে শিগগিরই যোগ দেবেন। তিনিও বিষয়টি নিয়ে ভাববেন। রোহিত বা অন্য কেউ, বা কোহলিই চালিয়ে যাবেন—তা পরে বলা যাবে।”

কোহলি ভারতকে ৪টি আইসিসি ইভেন্টে নেতৃত্ব দিয়েছেন। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে তার অধীনে এর কোনো শিরোপা জেতেনি ভারত।

Link copied!