• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

উইম্বলডন দিয়ে কোর্টে ফিরছেন মারে 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৭:২৩ পিএম
উইম্বলডন দিয়ে কোর্টে ফিরছেন মারে 

সাবেক বিশ্বসেরা টেনিস তারকা অ্যান্ডি মারে বিরতির পর ব্রিটেনের হয়ে ফিরেছেন অলিম্পিক টেনিসে। আসন্ন উইম্বলডন টেনিসের পুরুষ এককেও তাকে দেখা যাবে। সেজন্য আত্মবিশ্বাস ফিরে পেতে তাকে সুইস তারকা রজার ফেদেরারের সাথেও অনুশীলন করতে দেখা গেছে। 

২০১৭ সালের পর থেকে একক কোনো প্রতিযোগিতায় অংশ নেননি অ্যান্ডি মারে। ব্রিটিশ এই তারকা আগামী সোমবার গ্র্যান্ডস্ল্যামের প্রথম দিনেই মুখোমুখি হবেন জর্জিয়ার নিকোলোজ বেসিলাশভিলির। ২০১৩ এবং ২০১৬ সালে উইম্বলডনে গ্র্যান্ডস্ল্যাম বিজয়ী এই তারকা কোমরে দুটি অস্ত্রোপচার শেষে একক ম্যাচে এই প্রথম মাঠে নামছেন। সর্বশেষ একক ম্যাচে আমেরিকার স্যাম কুয়েরির বিপক্ষে হেরেছিলেন কোয়ার্টার ফাইনালে, সেটিও চার বছর আগে। 

স্বরূপে ফিরতে উচ্ছ্বসিত মারে বলেন, “আমি এখানে আবার ফিরতে পেরে খুশি। সবচেয়ে ভালো লাগছে দর্শক এবং ভক্তদের সামনে আবার খেলতে পারবো ভেবে। উইম্বলডন থেকে আমরা দুইদিন দূরে, সবাই অনুশীলন করছে এবং গণমাধ্যমে কথা বলছে।” 

অ্যান্ডি মারে আবারও চেনা রূপে মাঠে ফিরবেন, এমনটিই প্রত্যাশা ভক্তদের।

Link copied!