• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

ইউরোর সেরা একাদশে নেই রোনালদো!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৫:২৮ পিএম
ইউরোর সেরা একাদশে নেই রোনালদো!

ইউরোর রেশ শেষ হতে না হতেই সেরা একাদশ প্রকাশ করেছে উয়েফা। ইতালির খেলোয়াড়দের আধিপত্য থাকলেও নেই ক্রিস্টিয়ানো রোনালদো ও পল পগবা। ফ্রান্স, জার্মানির মতো দল থেকেও কারও জায়গা হয়নি। 
সেরা একাদশে রয়েছে চ্যাম্পিয়ন্স ইতালির ছয় জন, ইংল্যান্ডের ও ডেনমার্কের দুই জন এবং  স্পেনের একজন।

দেখে নেয়া যাক ইউরোর সেরা একাদশ:

গোলকিপার: ডোন্নারোম্মা(ইতালি)
রাইট ব্যাক: হোয়াকিম মাহেলে(ডেনমার্ক)
সেন্ট্রাল ডিফেন্ডার: লিওনার্দো বনুচ্চি(ইতালি), জর্জিও কিয়েল্লিনি(ইতালি)
লেফট ব্যাক: লিওনার্দো স্পিনাৎজোলা(ইতালি)
সেন্ট্রাল মিডফিল্ডা: পিয়েরে এমিল হুইবার্গ(ডেনমার্ক), জর্গিনহু(ইতালি), পেদ্রি(স্পেন)
রাইট উইঙ্গার: ফেডেরিকো কিয়েজা(ইতালি)
সেন্ট্রাল ফরোয়ার্ড: হ্যারি কেইন(ইংল্যান্ড)
লেফট উইঙ্গার: রহিম স্টারলিং(ইংল্যান্ড)

Link copied!