রোববার ভোরে মেসির অসাধারণ পারফরম্যান্সে ৩-০ গোলে হারিয়েছে ইকুয়েডরকে। এ জয়ে কোপা আমেরিকায় চার নিশ্চিত করলো আর্জেন্টিনা। সেমি ফাইনালে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।
এলেন, দেখলেন, জয় করলেন— মেসির জন্য কথাটা একটু ঘুরিয়ে বলতে হবে। মাঠে নামলেন, খেললেন ও জয় করলেন। আবারও মেসির জ্বলে ওঠার ম্যাচে সহজ জয়ে সেমি ফাইনালে উঠেছে লিওনেল স্কালোনির দল।
এবারের কোপার শুরু থেকেই দারুণ ছন্দে আছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। চার ম্যাচে চার গোলের পাশাপাশি চার অ্যাসিস্ট ও তিনবার ম্যাচ সেরাই তার প্রমাণ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়কের প্রশংসা করে মার্টিনেজ বলেন, “এবার আর্জেন্টিনা যদি কোপা আমেরিকা জেতে, সেটা মেসিই জেতাবেন, আমরা সবাই মেসির নেতৃত্ব অনুসরণ করছি। তিনি কীভাবে পার্থক্য গড়ে দেন, আজ সেটা আবারও দেখলাম আমরা। আর আমরা সবাই তাকে সঙ্গ দিচ্ছি।”
মেসিকে এমন পারফরম্যান্সে বিস্মিত গঞ্জালেস বলেন, “প্রতিদিন মেসি আমাদের অবাক করেন। প্রতিদিন তিনি আরও শক্তিশালী হচ্ছেন এবং এটা আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। আমাদের আনন্দ দেন তিনি, আত্মবিশ্বাস জোগান। আমাদের এ পথে থাকতে হবে এবং উপভোগ করতে হবে।”
এদিকে মেসি জানিয়েছে, “সবসময় বলে বলেছি, ব্যক্তিগত পুরস্কার আমার কাছে কখনো মুখ্য নয়। আমরা এখানে এসেছি ভিন্ন কিছুর জন্য। আমাদের একটি লক্ষ্য আছে এবং আমাদের মনোযোগ পুরোপুরি সেদিকেই।”
তিনি আরও বলেন, “কঠিন ম্যাচ ছিল এটি। আমরা জানি, যেকোনো প্রতিপক্ষই কতটা কঠিন হয়ে উঠতে পারে। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমরা আরেক ধাপ সামনে এগিয়েছি।”
ফাইনালের লক্ষ্যে আর্জেন্টিনা মাঠে নামবে আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায়।