• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

অজিদের প্রধান নির্বাচকের দায়িত্বে বেইলি 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ০৫:৫৬ পিএম
অজিদের প্রধান নির্বাচকের দায়িত্বে বেইলি 

অস্ট্রেলিয়া জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক অধিনায়ক জর্জ বেইলি। ট্রেভর হন্সের স্থলাভিষিক্ত হবেন তিনি। ২১ বছর নির্বাচন প্যানেলের দায়িত্ব পালন করার পর পদত্যাগ করেন ট্রেভর হন্স।

অস্ট্রেলিয়ার হয়ে ১২৫ ম্যাচ খেলা বেইলি নির্বাচক প্যালেনের দায়িত্ব পান ২০১৯ সালে। এই বছরের শেষের দিকে অ্যাশেজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল নির্বাচন করাই হবে তার মূল দায়িত্ব। 

১৯৯১ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেলে যোগ দেওয়ার পর থেকে ১৬ বার বোর্ডের চেয়ারম্যান ছিলেন হন্স।

হন্সকে ধন্যবাদ জানিয়ে বেইলি বলেন, 'প্রথমেই আমি ট্রেভর হ্যান্সকে তার অসাধারণ কাজের জন্য ধন্যবাদ জানাই। তার জন্যই অস্ট্রেলিয়া দল দীর্ঘ সময় ধরে সাফল্য পেয়েছে, যার মধ্য আমি একজন খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে ছিলাম।' 

বেইলি বলেন আরও বলেন, ' যেকোন চ্যালেঞ্জিং কাজের সময় ট্রেভর সবসময় শান্ত, ধারবাহিক এবং সহজলভ্য থাকতেন। তার এ যাত্রা দেখে  
খেলোয়াড় থেকে নির্বাচক হওয়ার পথটা আমার জন্য সহজ হয়েছে। তার শিক্ষা থেকে অনেক কিছু নিয়েই আমি সামনে আগাবো।   

হন্সের সময়কালে অস্ট্রেলিয়া দল দারুণ সাফল্য পেয়েছিলো। যার মধ্য ছিল ১৯৯৯ ও ২০০৩ সালের বিশ্বকাপ জয়। 

তিন সদস্যের নির্বাচক প্যানেলে আছেন জাতীয় দলের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারও।

Link copied!