হিজাব নিয়ে বিতর্কিত মন্তব্য: ঢাবি শিক্ষক শেহরিন আমিনের তীব্র প্রতিক্রিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ১২:১৫ পিএম
হিজাব নিয়ে বিতর্কিত মন্তব্য: ঢাবি শিক্ষক শেহরিন আমিনের তীব্র প্রতিক্রিয়া

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক আ. আল মামুনের হিজাব নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরিন আমিন ভূঁইয়া মোনামি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি অধ্যাপক আল মামুনের পোস্টকে ‘সাংস্কৃতিক ও রাজনৈতিক গোঁড়ামি এবং ইসলামোফোবিয়ার প্রকাশ’ হিসেবে আখ্যায়িত করেন।

শেহরিন লিখেছেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের পোস্ট আমাদের মধ্যে লুকিয়ে থাকা সাংস্কৃতিক ও রাজনৈতিক গোঁড়ামি, ইসলামোফোবিয়া এবং বৈষম্যমূলক মনোভাবকে প্রকাশ করেছে। এসব অনেক সময় একাডেমিক খেতাবের আড়ালে লুকিয়ে থাকে।”

তিনি আরও মন্তব্য করেন, “অনেক শিক্ষক দীর্ঘদিন ধরে পক্ষপাত, অসম্মান এবং কুসংস্কার বিষয়ে শিক্ষার্থীদের উদ্বেগকে উপেক্ষা করে চলেছেন। এটি আমাদের স্মরণ করিয়ে দেয়, আমরা কতটা গভীরভাবে সাম্য, নৈতিকতা এবং সম্মানের নীতিগুলি বজায় রাখতে ব্যর্থ হয়েছি।”

শেহরিন আমিন শেষাংশে প্রশ্ন তোলেন, “আমরা কখন শিক্ষার্থীদের কেবল তাদের পছন্দ, বিশ্বাস বা পরিচয়ের জন্য সূক্ষ্ম বৈষম্য এবং বিচার থেকে রক্ষা করব?”

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ. আল মামুনের মন্তব্য সামাজিক মাধ্যমে বিতর্ক সৃষ্টি করেছে। শিক্ষাবিদরা বিষয়টিকে শোভনীয় একাডেমিক পরিবেশে বৈষম্য এবং ইসলামের প্রতি নেতিবাচক মনোভাবের প্রতিফলন হিসেবে দেখছেন।

সামাজিক যোগাযোগ বিভাগের আরো খবর

Link copied!