• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

রেডিট থেকে আয় করতে পারবেন ব্যবহারকারীরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩, ১২:৩৪ পিএম
রেডিট থেকে আয় করতে পারবেন ব্যবহারকারীরা
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম রেডিট তার শীর্ষ কন্ট্রিবিউটরদের জনপ্রিয় পোস্টের জন্য নগদ অর্থ প্রদান করবে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র থেকে এটি শুরু হচ্ছে। খবর বিবিসির।

প্রতিবদেনে বলা হয়, রেডিট ব্যবহারকারীদের থেকে যারা ‘গোল্ড’ পুরস্কার পাবে তারাই সামাজিক যোগাযোগমাধ্যমটি থেকে অর্থ আয় করতে পারবে। প্রসঙ্গত, ‘গোল্ড’ অ্যাওয়ার্ড যারা নির্দিষ্ট ফি দিয়ে রেডিট ব্যবহার করেন, তারাই প্রদান করতে পারেন।

গোল্ড অ্যাওয়ার্ডের দাম হবে ১ দশমিক ৯৯ ডলার থেকে ৪৯ ডলার পর্যন্ত। ব্যবহারকারীরা এর অর্ধেক পাবেন৷

জুন মাসের একটি নেতিবাচক প্রতিক্রিয়ার পর কোম্পানিটির জন্য একটি বড় পরিবর্তন হতে যাচ্ছে এটি। প্রসঙ্গত, জুনে রেডিটের বেশির ভাগ সেবা তার সিনিয়র ম্যানেজমেন্টের প্রতিবাদে বন্ধ হয়ে গিয়েছিল।

পরে প্ল্যাটফর্মের বেশিরভাগ গোষ্ঠী ফিরে এসেছে - যদিও কিছু উল্লেখযোগ্য অনুপস্থিতি রয়ে গেছে। যেমন একটি দীর্ঘস্থায়ী সাবরেডিটের সমাপ্তি যা রেডিট-এ ছবিগুলোকে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য অনুধাবন যোগ্য করে তোলার জন্য কাজ করতো।

একটি সাবরেডিট হল রেডিটের একটি ফোরাম। যেখানে ব্যবহারকারীরা একত্রিত হয়ে একটি বিশেষ বিষয় বা আগ্রহ নিয়ে আলোচনা করেন।

রেডিট ব্যবহারকারীরা বা রেডিটরসরা সাধারণত অন্যান্য প্ল্যাটফর্মে স্বতন্ত্র ব্যবহারকারীদের অনুসরণ করার পরিবর্তে বিভিন্ন সাবরেডিটগুলোতে যোগদান করে এবং তাদের ফিডে এই স্বতন্ত্র ব্যবহারকারীদের পোস্টগুলো দেখতে পায়৷

গোল্ড দীর্ঘদিন ধরে রেডিটের একটি অংশ। এটি মূলত যেসব পোস্ট বা মন্তব্য ব্যবহারকারীরা পছন্দ করবে, তার জন্য ভার্চুয়াল পুরষ্কার হিসাবে তৈরি করা হয়েছিল।

একজন রেডিটরকে অন্য ব্যবহারকারীকে গোল্ড দেওয়ার জন্য একটি নামমাত্র ফি দিতে হয়। কিন্তু এর কোনো প্রকৃত মূল্য ছিল না এবং প্রদান করা ফি প্ল্যাটফর্মের কাছে চলে যেত।

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর

Link copied!