• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি শুরু নাসার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২২, ০৪:২৪ পিএম
চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি শুরু নাসার

৫০ বছরেরও বেশি সময় পর চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা হাতে নিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। চাঁদের অভিযান চালানোর জন্য বিশালাকার এক রকেট তৈরি করছে সংস্থাটি।

স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) নামে পরিচিত মহাকাশযানটি আগামী ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় কেনেডি স্পেস সেন্টারে পরীক্ষামূলকভাবে রকেটটি চালু করা হয়।  নাসার ডেবিউ আউটিং পরীক্ষার অংশ হিসেবে প্রথমবার চালক বা মানুষ ছাড়াই রকেটটি চাঁদে পাঠানো হবে। তবে ভবিষ্যত নভোচারীদের চন্দ্রপৃষ্ঠে ফেরত পাঠাতে সাহায্য করবে এই পরীক্ষা।

ডিসেম্বরে চাঁদে নভোচারীবাহী প্রথম রকেট অ্যাপোলো ১৭ অভিযানের অর্ধ-শতবর্ষ পূর্তি উদযাপন করবে নাসা। তাই সংস্থাটির জন্য এই পরীক্ষাটি ছিল বিশেষ গুরুত্বপূর্ণ।

নাসার অত্যাধুনিক প্রযুক্তির নতুন আর্টেমিস প্রোগ্রাম দ্বারা পরিচালিত হবে রকেটটি। ২০৩০ সালের মধ্যে বা তার পরপরই নভোচারীদের মঙ্গল গ্রহে পাঠানোর প্রস্তুতি হিসাবেও দেখা হচ্ছে এই অভিযানকে।
 

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর

Link copied!