• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

ম্যাকাফি অ্যান্টিভাইরাস নির্মাতার আত্মহত্যা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১১:২১ এএম
ম্যাকাফি অ্যান্টিভাইরাস নির্মাতার আত্মহত্যা

স্থানীয় সময় বুধবার স্পেনের কারাগারে আত্মহত্যা করেছেন জনপ্রিয় অ্যান্টিভাইরাস ম্যাকাফির নির্মাতা ও প্রযুক্তি উদ্যোক্তা জন ম্যাকাফি। বার্সেলোনার কারাগার কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেছে তাকে।

কাতালান বিচার বিভাগ জানায়, কারারক্ষীরা গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রে কর ফাঁকি দেওয়ার অভিযোগে গত বছর থেকেই স্পেনে কারাদণ্ড ভোগ করছিলেন জন। স্প্যানিশ আদালতে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের সিদ্ধান্ত আসার কয়েক ঘণ্টা পরই আত্মহত্যা করেন তিনি।

কম্পিউটার ভাইরাস স্ক্যান করার পথপ্রদর্শক ধরা হয় ম্যাকাফি অ্যান্টিভাইরাসকে। বিলিয়ন ডলারের অ্যান্টিভাইরাস সফটওয়্যার শিল্পের সূচনা করতে সহায়তা করে এটি। 

১৯৮০ সালে নিজ নামানুসারে ‘ম্যাকাফি’ প্রতিষ্ঠা করেন জন ম্যাকাফি। ২০১১ সালে এরপর প্রযুক্তি জায়ান্ট ইন্টেলের কাছে রেকর্ড ৭৬০ কোটি মার্কিন ডলারে বিক্রি করা হয় ম্যাকাফিকে। ৭৫ বছর বয়সী এই মার্কিন ব্যবসায়ীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা এড়াতে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের অভিযোগ রয়েছে। 

Link copied!