• ঢাকা
  • শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩০, ২৪ রজব ১৪৪৬

দাঁত দেখালেই খুলবে স্মার্টফোন!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১, ০৩:৫৪ পিএম
দাঁত দেখালেই খুলবে স্মার্টফোন!

ছোট বড় সবার হাতেই এখন স্মার্টফোন। ব্যবহারকারীদের আকৃষ্ট করতে স্মার্টফোনের নানা ফিচার যুক্ত করে প্রতিষ্ঠানগুলো। ফোন সুরক্ষায় এবং ব্যক্তিগত ব্যবহারের সুবিধার্থে ফোনের লক ও আনলক নিয়ে নতুন ফিচার যুক্ত হয়। এখন প্রায় সব ফোনেই রয়েছে ফেস আনলক অথবা বায়োমেট্রিক পদ্ধতি। এই পদ্ধতিকে পেছনে ফেলে এবার নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে স্মার্টফোন।

মুখ দেখিয়ে অথবা আঙুল দিয়ে নয়, দাঁত দেখালেই খুলে যাবে  ফোনের লক। ইতোমধ্যে বিশেষ অ্যাপটি তৈরি করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে Deepteeth।

গবেষকরা জানান, স্মার্টফোনের আনলক আরও সহজ করতে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। ফেস লকের মতোই এই অ্যাপটি কাজ করবে। প্রথমে মোবাইলের সামনের ক্যামেরায় দাঁতের ছবি তুলতে হবে। এরপরই অ্যাপটি ভেরিফিকেশনের সব প্রক্রিয়া সেরে নিবে।পরে দাঁত দেখিয়েই ফোন সহজে আনলক হয়ে যাবে।

রাজস্থানের বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্সের গবেষকরা গবেষনা করে এই পদ্ধতির কথা জানান। তারা ৫১ জন স্বেচ্ছাসেবীর ওপর এই গবেষণা চালায়। তাদের অ্যালগরিদম প্রশিক্ষণ দেয়। তাদের বিভিন্ন অ্যাঙ্গেলে দাঁতের ছবি তুলতে বলা হয় এবং ডাটাবেজ করা হয়। সেই ছবিগুলো দিয়ে প্রতিটি ব্যক্তির বেসলাইন আইডি তৈরি করা হয়। পরে এগুলো ব্যবহার করে শতভাগ নির্ভুলভাবে সঠিক মোবাইলটি সঠিক মালিকের সঙ্গে মিল খুঁজে পায়।

গবেষকরা জানান, প্রথম দিকে এর ব্যবহার খানিকটা উদ্ভট মনে হতে পারে। তবে অভ্যস্ত গেলে এটি ভালোভাবে কাজ করবে। ব্যবহারী আরও স্বাচ্ছন্যবোধ করবে।

নতুন এই অ্যাপটি নিয়ে সমালোচনাও চলছে। নেটিজেনদের মধ্যে উন্মাদনা যেমন দেখা যায়, তেমনি সমালোচনা করে ব্যঙ্গও করেছেন অনেকে।

তবে গবেষকদের মতে, ডিপটিথ অন্যান্য সিস্টেম থেকে আলাদা। ফরেনসিক বিজ্ঞানে দাঁত ব্যবহারের একটি সুপ্রতিষ্ঠিত নজির রয়েছে। ডেন্টাল রেকর্ডগুলো মৃত ব্যক্তির পোস্ট-মর্টেম শনাক্ত করার জন্যও ব্যবহার হয়। মৃত্যুর পর মানবদেহে পচনশীল অংশের মধ্যে দাঁত তালিকার বাইরে থাকে।

 

সূত্র: এনডিটিভি

Link copied!